ভারতীয় গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন

শোবিজ ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৬:০৭ পিএম

ভারতীয় গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন

সংগৃহীত ছবি

ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২। দীর্ঘদিন ধরেই নানারকম অসুস্থতায় ভুগছিলেন তিনি।

ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন পঙ্কজকন্যা নায়াব উদাস। 

Pankaj Udhas, India‍‍`s Ghazal Icon, Passes Away At 72 After Prolonged  Illness - News18

পঙ্কজ উদাসের জন্ম ভারতের গুজরাটে। সংগীতশিল্পী হলেও তিনি মূলত পরিচিত হয়ে ওঠেন তাঁর গজলের মাধ্যমে। গজল গেয়ে ব্যাপক পরিচিতি ও খ্যাতি লাভ করেন তিনি।

Media doesn‍‍`t support non-film music‍‍`: Ghazal maestro Pankaj Udhas in  exclusive interview - The Statesman

১৯৮০ সালে ‘আহত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তাঁর সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন।

Pankaj Udhas – Aahat (Ghazals) - Lp Record - RGH India

 

‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’—পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে। বাংলা ‘গোলাপ ঠোঁটে রঙিন হাসি’, ‘চোখে চোখ রেখে’, ‘তোমার চোখেতে ধরা’ ইত্যাদি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

Link copied!