ম্যান ভার্সেস ওয়াইল্ডে যা দেখেছেন তা কি পুরোপুরি সত্যি?

মুবিন আহমেদ

জানুয়ারি ২৪, ২০২৪, ০৬:১৬ পিএম

ম্যান ভার্সেস ওয়াইল্ডে যা দেখেছেন তা কি পুরোপুরি সত্যি?

বেয়ার গ্রিলস। ছবি সংগৃহীত

টেলিভিশনে আমরা যা যা দেখি, তা কি পুরোপুরি সত্য? ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠান টি আমাদের অনেকের শৈশবের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। সেখানে প্রোগ্রামের হোস্ট বেয়ার গ্রিলস তার দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বুদ করে রেখেছেন ছেলে-বুড়ো সকলকে। 

দেখিয়েছেন কীভাবে সাপ, ব্যাঙ, পোকা-মাকড় খেয়ে ভয়ংকর বিপৎসংকুল পরিবেশে টিকে থাকতে হয়। কীভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে করতে হবে প্রাণোদ্ধার, কীভাবে সমুদ্র পাড়ি দিয়ে ফিরতে হবে আপন বাসস্থানে। ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় এই শো-র পর্দার পেছনের অজানা কিছু দিক নিয়েই আজকের এই প্রতিবেদন।

অভিযানে বেয়ার কি সত্যি সত্যি তার প্রাণকে এভাবে ঝুঁকিতে ফেলে দেয়? শো-র বিহাইন্ড দ্য সিনের কিছু দৃশ্যের ফলে সত্য উঠে আসে সবার সামনে। সকলেই ভাবত বেয়ারের সাথে এই অভিযানে যায় শুধু একজন চিত্রগ্রাহক। কিন্তু আসল কাহিনি হলো, পুরাদস্তুর এক দলকে নিয়ে তিনি রওয়ানা হন প্রতিটি অভিযানে।

স্থান হিসেবে এমন জায়গা বাছাই করা হয়, যা মানবসভ্যতা থেকে খুব বেশি দূরে নয়। এমনও শোনা যায় যে, কিছু এপিসোডে বেয়ার হোটেলে এসে রাত কাটিয়েছিল। এমনকি এক এপিসোডে নকল ভাল্লুকের স্যুটও ব্যবহার করা হয়েছিল। ২০০৭ সালে প্রচারিত হওয়া এক পর্ব ছিল আগ্নেয়গিরি সম্পর্কিত। ওই এপিসোডের কিছু দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আগ্নেয়গিরির ধোঁয়া দেখাতে নকল কিছু ধোঁয়া ব্যবহার করেছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড টিম।

শো-তে দেখানো হয়, বেয়ার গ্রিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে তার নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে ওই জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয়। একেকটি এপিসোড বানাতে তাদের সময় লাগত ১০-১২ দিন। 

সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজার পেছনে। পুরো দল নেমে যেত সে কাজে। জায়গা ঠিক করার পর সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজাতে হতো। অনুসরণ করতে হতো বেশ অনেকগুলো সেফটি রেগুলেশন। যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক সারভাইভাল এক্সপার্টকে।

এইসব কারণে একটা সময়ে জন রোষানলের মুখে পড়ে পুরো দল। এসব বিতর্কের অবসান ঘটাতে ডিসকভারি চ্যানেল অনুষ্ঠানের শুরুতে ‘Disclaimer’ যুক্ত করে দিয়েছিল। ডিসক্লেমারে লিখা ছিল বেয়ার গ্রিলস এই অভিযান একা পরিচালনা করেন না, পুরো একটা বিশেষজ্ঞ দল তাঁর সঙ্গে থাকে।

Link copied!