অস্কারের মঞ্চ আলোকিত এশিয়ার আলোয়

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৩, ০৭:৩১ পিএম

অস্কারের মঞ্চ আলোকিত এশিয়ার আলোয়

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের হলিউড ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের সোনার পুতুল উঠলো সেরাদের হাতে। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরাদের মাঝেও সেরা যেন এশিয়া। মৌলিক গান, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সেরা অভিনেত্রীর পুরষ্কার এসেছে এই মহাদেশে। সেইসাথে চার এশীয় নারীর গুণগান গাইলো অস্কার মঞ্চ।

এর মধ্যে ভারতের আলোতে অস্কারই যেন ঝলমল করছে। মৌলিক গান ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে ভারত।

সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতে নিয়েছে কার্তিকি গঞ্জালভেজ পরিচালিত ও গুনিত মোঙ্গা প্রযোজিত তামিল ভাষার ছবি দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।

২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ছবিটি। আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির পরম যত্নে রঘু নামে এক অনাথ হাতির বেড়ে ওঠার গল্প। দারুণ ব্যাপার হলো এই ছবিটির প্রযোজক ও পরিচালক দুজনেই নারী।

অস্কার জয়ের পর পরিচালক কার্তিকি বলেন, আমার মাতৃভূমি ভারতের জন্য। প্রযোজক গুনিত মঙ্গা টুইটারে লেখেন, ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেল। দুজন নারীর জয় এটা। এখন কাঁপছি।

তারপর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়ান্নাকে হারিয়ে ভারতীয়দের আনন্দ দ্বিগুণ করে দিয়ে রাজা মৌলির আরআরআর ছবির গান নাটু নাটু জিতে নেয় অস্কার। গানটি গোল্ডেন গ্লোব জিতে নেওয়ার পর সবার চোখ ছিল অস্কারের দিকে।

এমএম কিরাবাণীর সুর করা এবং চন্দ্র বোসের লেখা নাটু নাটু গানের সাথে অস্কারের মঞ্চে নাচেরও আয়োজন হয়। গানটি গেয়ে শোনান কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ।

এছাড়াও সেরা তথ্যচিত্র ফিচার বিভাগে মনোনয়ন পেয়েছিল শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস তবে পুরস্কার পায়নি। অন্যদিকে অস্কারের মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধি হয়ে আলো ছড়ান বলিউড কুইন দীপিকা পাড়ুকোন।

ভারতের আলোয় আলোকিত মঞ্চে এশিয়ান আরেক নারী গড়লেন রেকর্ড। কেট ব্ল্যানচেট, মিশেল উইলিয়ামসদের মতো তারকাদের হারিয়ে প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে অস্কার জিতলেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো।

এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স ছবির জন্য চলচ্চিত্রের এই সর্বোচ্চ পুরস্কার জেতেন মিশেল। অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমায় মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ানো এক নারীর চরিত্রে অভিনয় করেন তিনি।

তাঁর অভিনীত এই ছবিটি এবারের আসরে ১১টি মনোনয়ন পেয়ে জিতে নিয়েছে ৭টি পুরস্কার। সেরা সিনেমা হিসেবে ও সেরা পরিচালনার জন্যও অস্কার পেয়েছে ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্টের পরিচালিত এই ছবিটি।

 

এছাড়াও এই ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন কে হুই কুয়ান ও জেমি লি কোর্তোয়া। এছাড়াও অরিজিনাল স্ক্রিন প্লে ও সেরা এডিটিংয়েও পুরস্কার জিতেছে এই সিনেমাটি।

অন্যদিকে সেরা আন্তর্জাতিক ছবির পুরস্কার জিতে নিয়েছে এরিখ মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাসের ওপর নির্মিত সিনেমা অল কোয়াইট অন দ্য ওয়েস্টান ফ্রন্ট। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছে সিনেমাটি।

দ্য হোয়াল সিনেমাতে ইংরেজি শিক্ষকের অভিনয় করে ব্র্যান্ডস জেমস ফ্রেসার পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। এই ছবির জন্য সেরা মেকাপ আর্টিস্টেরও পুরস্কার পান আদ্রিয়েন মোরোট, জুডি চিন এবং অ্যান্নিমারি ব্র্যাডলি।

 

মেক্সিকান নির্মাতা গুইলারমো দেল তোরোর অ্যানিমেশন ছবি পিনোচ্চিও এবারের অস্কার আসরে পেয়েছে সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার। অন্যদিকে সেরা এনিমেটেড শর্ট ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে চার্লি ম্যাকাসি এবং ম্যাথু ফ্রিউডের দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স এন্ড দ্য হর্স সিনেমাটি।

জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেলের দারুণ উপস্থাপনায় ২৩টি শাখায় পুরস্কার ঘোষণা শেষে জমকালো এই আয়োজনের পর্দা নামে বিশ্বজুড়ের চলচ্চিত্রের জয়গান নিয়ে।

Link copied!