ঐকমত্যের সংলাপ থেকে বিএনপির ওয়াকআউট, পরে যোগদান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৫, ১২:২২ পিএম

ঐকমত্যের সংলাপ থেকে বিএনপির ওয়াকআউট, পরে যোগদান

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করেছে বিএনপি।

সোমবার, ২৮ জুলাই রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা। এর কিছুক্ষণ পর ফের সংলাপে যোগ দেন তারা। 

সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয়ে সাময়িক সময়ের জন্য বিএনপি ওয়াকআউট করেছে বলে জানা গেছে।

এর আগে সকলের সহযোগিতায় আগামী দুতিন দিনের মধ্যে সকল অনিস্পত্তি বিষয়গুলো, নিষ্পত্তি করে জনগণের সামনে জাতীয় সনদ পেশ করার প্রত্যাশা ব্যক্ত করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বৈঠকে সূচনা বক্তব্য তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ ২০টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো।

আলী রীয়াজ আশা প্রকাশ করেন, সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করে ঐতিহাসিক দলিল করা প্রকাশ করা হবে।

ওয়াকআউট করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেন, ‘আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম। কারণ আমাদের বক্তব্য পরিস্কার ছিল কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করা এবং সংবিধানে অন্তর্ভুক্ত করলে রাষ্ট্র ও সরকার পরিচালনায় জটিলতা তৈরি হবে।’

এ সময় জাতির স্বার্থে বিএনপিকে এ আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐকমত্য পৌঁছানো সম্ভব না। আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব না।

পরে সংলাপের সঞ্চালক মনির হায়দার বলেন, এর আগে এক বা একাধিক দল নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্য হয়েছিল।

Link copied!