নভেম্বর ৬, ২০২৫, ০৭:১৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে জানি, কারণ ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেব, জীবন দেব, তবু জুলাইয়ের চেতনা নষ্ট হতে দেব না।”
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডা. তাহের বলেন, “অনেকে গণভোটের খরচ নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু দেশে একদিনে যত চাঁদাবাজি হয়, তা দিয়েই প্রতিদিন গণভোট আয়োজন করা সম্ভব। তাই জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সরকার চাঁদাবাজি বন্ধ করে সেই অর্থেই গণভোট করুন।”
তিনি অভিযোগ করেন, “গণভোট নিয়ে সরকার এক ধরনের চালাকি করছে। তবে দেশের মানুষ এখন অনেক সচেতন—কোনো টালবাহানা তারা মেনে নেবে না।”
জামায়াতের এই নেতা আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা নিতে হবে। আমরা ইতোমধ্যে দলগুলোর মধ্যে আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানাই—আপনারাও আলোচনার উদ্যোগ নিন।”
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এতে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সহসভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের নেতারা বক্তব্য দেন।