খালেদা জিয়ার আসনসহ কিছু আসন ছাড়ছে এনসিপি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০৭:০৬ পিএম

খালেদা জিয়ার আসনসহ কিছু আসন ছাড়ছে এনসিপি

নাহিদ ইসলাম, ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনসহ কিছু নির্বাচনী আসনে প্রার্থী দেওয়া হবে না। তবে বাকি সব আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আজ বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সালাহউদ্দিনের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানে যারা সক্রিয় ছিলেন, তাঁদের সম্মানে কয়েকটি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে না। বাকি সব আসনে শাপলা কলি প্রতীকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জোট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে সংস্কার আন্দোলন ও জুলাই সনদের দাবির সঙ্গে যে কোনো দলের সংহতি তৈরি হলে, তখন জোট গঠনের বিষয়টি বিবেচনা করা হবে।

Link copied!