রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুইদলের হয়েই খেলেছেন যে ফুটবলাররা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৫, ২০২২, ০২:২০ পিএম

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুইদলের হয়েই খেলেছেন যে ফুটবলাররা

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, ক্লাব ফুটবলের সবচেয়ে বড় দুই নাম। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্লাসিকো ফুটবল দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ম্যাচ। একজন খেলোয়াড়ের এই দুই দলের যে কোন একটিতে হয়ে খেলার স্বপ্ন বরাবরই থাকে। যার জন্য অন্যান্য ক্লাবের লোভনীয় অফারও গ্রহণ করেনা। তবে কারও কারও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হয়ে খেলার সৌভাগ্য হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সেটা দূর্ভাগও বটে। দেখে নেয়া যাক রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই হয়ে খেলা এমন কিছু ফুটবলার। 

রিকার্ডো জামোরা 

বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফুটবলারদের মধ্যে প্রথম বড় নাম রিকার্ডো জামোরা। বার্সার হয়ে লালীগার সেরা গোলকিপারের পুরস্কার জেতা এই ফুটবলার মাদ্রিদের হয়েও সেরা গোলকিপারের পুরস্কার জিতেছিলেন। 

বেনার্দ শুস্টার 

শুস্টার ফুটবল ইতিহাসের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে একজন যিনি স্পেনের সফলতম তিন দল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সি জায়ে জড়াতে সক্ষম হয়েছেন। জার্মান এ ফুটবলার ১৯৮০ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত বার্সেলোনা এবং ১৯৯৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন।

জর্জ হ্যাগি

অনেকের কাছে ফুটবল ইতিহাসের সেরা রোমানিয়ানও এই দুই দলের জার্সি পরে খেলেছেন। প্রথমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৯৯০-১৯৯২ সাল পর্যন্ত এবং বার্সার হয়ে ১৯৯৪-১৯৯৬ সাল পর্যন্ত খেলেছেন। 

জুলেন লোপেতেগি 

সেভিয়া ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জুলেন লোপেতেগি লস ব্লাঙ্কোসের গোলরক্ষক হয়ে খেলেছেন ১৯৮৯-১৯৯১ মৌসুমে। পরবর্তীতে বাসার গোলবার সামলেছেন ১৯৯৪-১৯৯৬ মৌসুম পর্যন্ত। 

রবার্ট প্রোসিনেকি

সাবেক যুগোস্লাভিয়ান তারকা রেড স্টার থেকে ১৯৯১ সালে রিয়াল মাদ্রিদে আসেন এবং ১৯৯৪ সাল পর্যন্ত সাদা শার্ট গায়ে খেলেন। রিয়াল ওভিয়েডোতে এক বছর লোনে থাকার পর, বার্সেলোনা তাকে ১৯৯৫ সালে চুক্তিবদ্ধ করে। 

মাইকেল লড্রুপ

সর্বকালের সেরা ডেনিশ ফুটবলার মাইকেল লুড্রপ জোহান ক্রুইফের ড্রিম টিমেযোগ দিতে ১৯৮৯ সালে বার্সেলোনায় আসেন এবং ১৯৯৪ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেন। তারপর ১৯৯৪ সালে রিয়াল মাদ্রিদ তাকে দলে নেয় এবং সেখানে তিনি ১৯৯৬ সাল পর্যন্ত খেলেন। 

আলবার্ট সেলেডস

আলবার্ট সেলেডস ছিলেন বার্সেলোনার একাডেমি প্লেয়ার যিনি বার্সার হয়ে চার মৌসুম খেলেছিলেন। পরে ২০০০ সালে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন। 

লুইস ফিগো 

বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে সবচেয়ে বিখ্যাত দলবদলটি ঘটে ২০০০ সালে। সাবেক পর্তুগিজ মহাতারকা লুইস ফিগো স্পোর্টিং লিসবন থেকে ১৯৯৫ সালে বার্সায় যোগ দিয়ে ২০০০ সাল পর্যন্ত বার্সার জার্সিতে খেলেন। অতপর সবাইকে চমকে দিয়ে দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। 

লুইস এনরিকে 

স্পোর্টিং গিজনের যুবদলের ফুটবলার লুইস এনরিকে ১৯৯১/১৯৯২ মোসুমে রিয়াল মাদ্রিদে যোগদান করেন এবং রিয়ালের হয়ে পাঁচ মৌসুম খেলেন। অত:পর ১৯৯৬/১৯৯৭ মৌসুমের শুরুতে তিনি কাতালান ক্লাব বার্সেলোনায় পাড়ি জমান এবং ১৯৯৬/১৯৯৭ সাল পর্যন্ত বার্সার হয়ে খেলেন। 

আলফোনসো পেরেজ

আলফোনসো পেরেজ রিয়াল মাদ্রিদের যুব একাডেমির প্লেয়ার। ১৯৯০/১৯৯১ মৌসুমে সিনিয়র দলে অভিষেক হয় তার। পেরেজ ১৯৯৪/১৯৯৫ মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন। রিয়াল বেটিসের সাথে একটি দুর্দান্ত স্পেলের পর, বার্সেলোনা তাকে দুই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ করে। 

রোনালদো নাজারিও

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো নাজারিও ১৯৯৬/১৯৯৭ মৌসুমে পিএসভি থেকে বার্সায় যোগ দেন। তারপর ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে কয়েক মৌসুম কাটানোর পর রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে দলে নেয়। রোনালদো নাজারিও ২০০৬/২০০৭ মৌসুম পর্যন্ত রিয়ালের সাদা শার্ট পড়ে খেলেছেন।

সামুয়েল ইতো 

তরুণ ক্যামেরুনিয়ান স্ট্রাইকার ইতো রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন কয়েক মৌসুম। আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারায় রিয়াল তাকে এস্পানিওলে লোনে পাঠায়। পরবর্তীতে ইতো রিয়াল মালোরকার হয়ে খেলেন। তারপর ইতো ভালো পারফরম্যান্স দেখাতে শুরু করলে ২০০৪ সালে বার্সা ইতোকে দলে নেয় এবং ২০০৯ সাল পর্যন্ত ইতো বার্সার জার্সি গায়ে খেলেছেন।

জাভিয়েন সাভিওলা 

হাভিয়ের সাভিওলা ২০০১ সালে বার্সেলোনার হয়ে চুক্তিবদ্ধ হন, যেখানে তিনি ২০০৭ সাল পর্যন্ত ছিলেন। মোনাকোতে একটি মৌসুম এবং সেভিয়ায় আরেকটি মৌসুমের পর, রিয়াল মাদ্রিদ তাকে ২০০৭/২০০৮ এবং ২০০৮/২০০৯ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ করে। মাদ্রিদের হয়ে দুই মৌসুমে সাভিওলা ৩১ টি ম্যাচ খেলেছেন।

মার্কোস আলোন্সো 

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই জার্সি গায়ে জড়ানো সর্বশেষ খেলোয়াড় স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলোন্সো। আলোনসো ২০০৯/২০১০ মৌসুমে রিয়াল মাদ্রিদের দলে ছিলেন। রিয়ালের হয়ে মাত্র এক ম্যাচে মাঠে নামা এই লেফট ব্যাক বোল্টন ওয়ার্ডারার্স, ফ্লোরেন্তিনা, সান্ডারল্যান্ড, পুনরায় ফ্লোরেন্তিনা এবং চেলসি ঘুরে ২০২২/২০২৩ মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছেন।

Link copied!