নভেম্বর ৯, ২০২৩, ০৬:০৭ পিএম
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে জস বাটলারের হতাশার মাত্রাটা স্বাভাবিক ভাবেই একটু বেশী। যদিও বিশ্বকাপ ব্যর্থতার আদ্যোপান্ত খুঁজতে তিনি এখন থেকেই প্রস্তুতির কথা জানিয়েছেন, একইসাথে বলেছেন এই কাজটি করতে হলে অধিনায়কের পদটিও তিনি ধরে রাখতে চান।
গ্রুপ পর্বের আট ম্যাচের মাত্র দুটিতে জয়ী হয়ে এই মুহূর্তে জস বাটলারের দল রয়েছে সপ্তম স্থানে। শনিবার কলকাতায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের ফলাফল ইংলিশদের চূড়ান্ত ভাগ্য গড়ে দিবে। ভারতের মাটিতে বিদায়টা আগেই নিশ্চিত হবার পর ইংল্যান্ড চেয়েছে শীর্ষ আটে টিকে থেকে অন্তত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা। আর সেটা করতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। গতকাল নেদারল্যান্ডকে ১৬০ রানে উড়িয়ে দিয়ে অবশেষে ইংলিশদের মুখে কিছুটা হাসি দেখা গেছে।
৩৩ বছর বয়সী বাটলার ঐ সিরিজে অধিনায়কত্ব করার আশা করছেন, ‘আমি অধিনায়ক হিসেবে থাকতে পছন্দ করবো। আমি জানি রব কি’র আজ ভারতে আসছে, তার সাথে আমার আলোচনার কথা রয়েছে। কোচ, রব ও আমি মিলে ক্যারিবীয় সফরের পরিকল্পনা করবো।’
নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে বাটলার বলেছেন, ‘পুরো বিশ্বকাপ ছিল দারুন হতাশার। যে পরিকল্পনা নিয়ে আমরা ভারতে এসেছিলাম তার কিছুটা পূরণ করতে পারিনি। আজকের ম্যাচ কিছুটা স্বস্তি দিচ্ছে।’