‘ট্যুরিস্ট’ হয়ে যখন বিশ্বকাপ খেলছে ভারত

অভিশ্রুতি শাস্ত্রী

অক্টোবর ১২, ২০২৩, ১০:৩৪ পিএম

‘ট্যুরিস্ট’ হয়ে  যখন বিশ্বকাপ খেলছে ভারত

অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে ভারত। তবে এবারের আইসিসি বিশ্বকাপে স্বাগতিক দল হিসেবে ভারতের জন্য শেষের ম্যাচগুলো চিন্তার ছাপ সৃষ্টি করছে। যার নেতিবাচক প্রভাব পড়তে পারে সেমিফাইনালের ম্যাচেও। কেননা গ্রুপ পর্বে ৯ টি ম্যাচ ভারত ৯ টি আলাদা আলাদা রাজ্যের ভেন্যূতে খেলবে। আর এই কারণে ভারতের খেলোয়াড়দের অত্যাধিক ভ্রমণ করতে হবে। যেটির প্রভাব পড়তে পারে খেলায়।

আফগানিস্তানের সাথে ভারতে খেলা ছিল দিল্লিতে এর পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে আহমেদাবাদে। প্রায় ১ হাজার কিলোমিটার দূরে। সেখান থেকে আবার সাড়ে ৬ শ কিলোমিটার দূরে পুনেতে বাংলাদেশের বিপক্ষে নামবে ভারত। অর্থাৎ এক সপ্তাহে কোন ধরনের বিশ্রামের সুযোগ পাচ্ছে না ভারত।

পুনেতে খেলে আবার ৮ শ কিলোমিটার দূরে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। এরপরই ২ হাজার কিলোমিটার ঘুরে লাখনৌতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত।

একবার ভাবুন খেলার পরদিনই সব গুছিয়ে ফ্লাইট ধরতে হবে ভারতের খেলোয়াড়দের। ভ্রমণের ধকল থেকে শুরু করে পর্যাপ্ত অনুশীলনের অভাবেও ভুগতে হবে ভারতকে।

মডার্ণ ক্রিকেট বিশেষ করে ৫০ ওভারের ম্যাচগুলোতে খেলোয়াড়দের বিশ্রাম অত্যন্ত জরুরী। আর বিশ্বকাপের মত আসরে এই অবস্থা আরও জটিল আকার হয়। কেননা পুরো সিরিজের সরঞ্জাম একসাথে গুছিয়ে নিতে হয়। 
আন্তর্জাতিক খেলায় একজন খেলোয়াড়ের ডায়েট চার্ট থেকে শুরু করে সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে সাজাতে হয়। আর স্বাগতিক দেশ হিসেবে ভারতের এই অতি ভ্রমণ কাল হয়ে দাঁড়াতে পারে বলে জানায় বিশ্লেষকরা। 

এদিকে এই ধরনের ভ্রমণ খেলোয়াড়দের ক্লান্তি এনে দিতে পারে। যার প্রভাব শেষের দিকের ম্যাচগুলোতে পড়বে বলে মনে করেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় শোয়েব মালিক। 

একটি টিভি শোতে তিনি ঠিক এই কথা বলেন। বিশ্বকাপে খেলোয়াড়দের অনেক টুকটাক বিষয়েও খেয়াল রাখতে হয়। লন্ড্রি থেকে শুরু করে সব কিছু নিজেদের করতে হয়। তাই যে কোন কিছু মিসিং হলে সেটার প্রভাব খেলায় পড়বে- এটাই স্বাভাবিক। 

এদিকে ভারতের সব খেলা দুপুর থেকে শুরু হয়েছে। যার ফলে রাতে যে তারা সব গুছিয়ে রাখবে এমনটাও সম্ভব নয়। খুব কম সময়ের ব্যবধানে খেলা অনুষ্ঠিত হওয়ায় খানিকটা প্রেশার হতে পারে ভারতীয় খেলোয়াড়দের । কারণ দেশের ভৌগলিক অবস্থান অনুসারে প্রত্যেকটা রাজ্যের দুরত্ব বেশ অনেকটাই । ম্যাচ শেষ করে আলাদা জায়গায় পৌঁছানো সহজ ব্যাপার নয় । তাই ধারণা করা যেতেই পারে ভারতের জন্য সহজ হবে না ২০২৩ ওডিআই বিশ্বকাপ ।

Link copied!