রিয়াল মাদ্রিদে রদ্রিগোর রাজত্ব

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৩, ০৯:৫৮ পিএম

রিয়াল মাদ্রিদে রদ্রিগোর রাজত্ব

রদ্রিগোর গোলে লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার গ্রানাডাকে ২-০ গোলে পরাজিত করে লা লিগা টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে গ্যালাকটিকোরা।
এর আগে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে পরাজিত করে কাতালান ছোট দল জিরোনা স্বল্প সময়ের জন্য শীর্ষস্থানে উঠে ছিল। কিন্তু নিজ ম্যাচে জয়ী হয়ে গোল ব্যবধানে এগিয়ে আবারো এক নম্বরে উঠে এসেছে মাদ্রিদ। 
২৬ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে এগিয়ে যায়  মাদ্রিদ। সানন্তিয়াগো বার্নাব্যুতে ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রডরিগো। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড সব ধরনের প্রতিযোগিতায় এনিয়ে শেষ পাঁচ ম্যাচে সাত গোল করলেন। বেশ কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি সত্ত্বেও মাদ্রিদ ঠিকই নিজেদের প্রতিটি ম্যাচেই নিজেদের দারুনভাবে এগিয়ে নিয়ে চলেছে। ইনজুরির কারনে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই গত কয়েকটি ম্যাচে মাঠে নেমেছে মাদ্রিদ। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন গোলরক্ষক থিবো   কোর্তোয়া  ও উইঙ্গা ভিনিসিয়াস জুনিয়র। 
এই পরাজয়ে ১৯তম স্থানে থাকা গ্রানাডা টানা চার ম্যাচে জয়বিহীন থাকলো। ইতোমধ্যেই তাদের রেলিগেশনের  সাথে লড়াই করতে হচ্ছে। ম্যাচ শেষে মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘রডরিগো তার সেরা পর্যায়ে ফিরেছে। এখন সে প্রতি ম্যাচেই গোল পাচ্ছে।’

Link copied!