ফিফা ফুটবল বিশ্বকাপ

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ, রেকর্ডের হাতছানি

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১, ২০২৪, ০৮:৩৭ এএম

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপ, রেকর্ডের হাতছানি

দশ বছর পর আবার এশিয়ায় ফুটবল বিশ্বকাপ ফিরছে। ছবি: সংগৃহীত

সৌদি আরব ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে। আর সেটা এককভাবে। ৪৮ দেশের বিশ্বকাপটি সেদেশের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। আর কাতারের মত শীতকালে হবে আয়োজন। 

কাতারে ২০২২ বিশ্বকাপে ২২১ বিলিয়ন ডলার খরচ হয়েছিল। সৌদি আরব একটি কৃত্রিম শহর নিওম তৈরী করেছে ৫০০ বিলিয়ন ডলার দিয়ে। বিশ্বকাপের ইতিহাসে কাতার সবচেয়ে খরুচে ছিল। সে রেকর্ড ভেঙে যাবে সামনে।

২০৩০ বিশ্বকাপের আয়োজক হয়েছে মরক্কো, পর্তুগাল ও স্পেন। আর পরের বিশ্বকাপটি (২০২৬) যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে সেটা সবার আগেই জানা।

রিয়াদ, জেদ্দা, নিওম, আল খোবার ও আভায় বিশ্বকাপের ম্যাচগুলো রয়েছে।  

Link copied!