রিয়ালে রদ্র্রিগোর রাত

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৩, ০৭:৪৬ পিএম

রিয়ালে রদ্র্রিগোর রাত

দৃষ্টিনন্দন জোড়া গোলে জেতালেন রিয়াল মাদ্রিদকে ছবি : টুইটার

ক্যাডিজকে নিয়ে লা লিগায় ছেলেখেলা করলেন রদ্রিগো। দুটি গোলে স্কিল ও ড্রিবলিংয়ের দক্ষতা দেখালেন এই রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা। রাতটি নিজের করে নিলেন তিনি। 

লা লিগায় রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জয় পেয়েছে। অপর গোলটি নতুন ওয়ান্ডারবয় জুড বেলিংহ্যামের। ফলে ৩ পয়েন্ট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল ।

১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগার টেবিলে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। 

Link copied!