সার্ভিসেস কাবাডি লিগ নৌবাহিনী ও সেনাবাহিনীর জয়

স্পোর্টস রিপোর্টার

জুন ২১, ২০২২, ০১:৪৭ এএম

সার্ভিসেস কাবাডি লিগ নৌবাহিনী ও সেনাবাহিনীর জয়

বড় জয় দিয়ে সার্ভিসেস সিনিয়র কাবাডি লির শুরু করেছে নৌবাহিনী, জাতীয় কাবাডি স্টেডিয়ামে আজ সোমবার সার্ভিসেস লিগের শিরোপা ধরে রাখার মিশনের শুরুতে ৩৭-২০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। পরের ম্যাচে গত আসরের ফাইনালে হেরে যাওয়া সেনাবাহিনীও পেয়েছে বড় জয়, ৪৪-১৭ পয়েন্টে জিতেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিপক্ষে।

বিগত আসরগুলোর মতো এবারও সাতটি সেবা দল অংশ নিচ্ছে এই সার্ভিসেস লিগে, অন্য দল তিনটি যথাক্রমে বিমান বাহিনী, পুলিশ ও বাংলাদেশ জেল। ৩ জুলাই সার্ভিসেস লিগ শেষ হবে নৌ বাহিনী ও সেনাবাহিনীর মধ্যকার ম্যাচ দিয়ে। লিগ পদ্ধতিতে খেলা শেষে শীর্ষ দল পাবে শিরোপা।

উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন সহসভাপতি ইয়াসির আহমেদ খান। উপস্থিত ছিলেন রানার গ্রুপের হেড অব মিডিয়া ওয়াহিদ মুরাদ, ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, কোষাধ্যক্ষ আরিফ মিহির।
আজ দুটি ম্যাচ, বিকাল ৪টায় বিমানবাহিনী-জেল ও বিকাল ৫টায় পুলিশ-ফায়ার সার্ভিস মুখোমুখি হবে। দুটি ম্যাচই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার হবে।

Link copied!