২২ মার্চ শুরু হচ্ছে ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২৩, ০১:৪১ এএম

২২ মার্চ শুরু হচ্ছে ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগ

১২টি দলের অংশগ্রহণে আগামী বুধবার (২২ মার্চ) শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগ-২০২৩’। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিএলসি) পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ২২ মার্চ থেকে শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত ৭ দিন চলবে এই প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী হবে ২৯ মার্চ। 

শনিবার (১৮ মার্চ) বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই টুর্নামেন্টের বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, প্রতিটি দলে ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা হওয়ায় এতে অংশ নেওয়ার মাধ্যমে ভালো করা খেলোয়াড়দের রেটিং বাড়বে, খারাপ করা খেলোয়াড়দের রেটিং কমবে। আবার নতুন খেলোয়াড়রা রেটিং প্রাপ্ত হবেন।

দলগত এই দাবা ইভেন্টে অংশ নিতে ১২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে ৮টি দল অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমন্ত্রিত কোনো দল যদি অংশ না নেয় তাহলে তারা দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

প্রথম বিভাগ মহিলা দাবা লিগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, তিতাস ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, বসির মেমোরিয়াল চেস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, শাহিন চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, টিম বরিশাল ও বসির মেমোরিয়াল চেস একাডেমি।

প্রতিযোগিতার প্রাইজমানি থাকবে ৫০ হাজার টাকা। তার মধ্যে চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্স-আপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারকারী দল ১০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া শীর্ষস্থান প্রাপ্ত তিনটি দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও নারী কমিটির চেয়ারম্যান মিসেস আঞ্জুমান আরা আকসির ও আন্তর্জাতিক বিচারক হারুন-অর-রশিদসহ অন্যান্যরা।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা ও এটিএন নিউজ। আর অনলাইন পার্টনার হিসেবে আছে রাইজিংবিডি.কম। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। 

Link copied!