করোনায় একদিনে এত মৃত্যু আগে দেখেনি ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৪, ২০২১, ১১:২০ পিএম

করোনায় একদিনে এত মৃত্যু আগে দেখেনি ব্রাজিল

ব্রাজিলে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে অন্তত তিন হাজার মানুষ মারা গেছেন। এছাড়াও নতুন শনাক্ত হয়েছে প্রায় ৮৫ হাজার। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। এখন পর্যন্ত এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ কোটি ২১ লাখ ৩৬ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ২ লাখ ৯৮ হাজার ৮৪৩ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন এক কোটি ছয় লাখ এক হাজার ১৫৮ জন।

দেশটির চিকিৎসক এবং স্নায়ুবিজ্ঞানী মিগুয়েল নিকোলিস মঙ্গলবার, ২৩ শে মার্চ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ব্রাজিলের করোনা মহামারীর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ভাইরাসের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা গণমৃত্যুর মুখে পড়তে পারি।

দেশটির দক্ষিণাঞ্চলের সর্বাধিক ঘনবসতিপূর্ণ সাওপাওলোতে প্রতি প্রতি দুই মিনিটে একজন করোনা রোগীর মৃত্যু হচ্ছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের রিপোর্টে জানা যায়, রবিবার (২২ মার্চ) ব্রাজিলের প্রায় ২০০ অর্থনীতিবিদ দেশের সরকারকে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করার এবং করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানিয়েছে।

অর্থনীতিবিদরা এক চিঠিতে দেশটির সরকারকে বলেন, ‘এই মহামারি নিয়ন্তণে ফেডারাল সরকারের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপের বিকল্প নেই। তাই জরুরি ভিত্তিতে সরকারের বিভিন্ন স্তরের লকডাউন বাস্তবায়নের জন্য প্রস্তুত হওয়া জরুরি।’

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ৩৬ হাজার ৫৩৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৬ হাজার ৮৮৩ জনের।

সূত্র:দ্য রিও টাইমস।

 

 

Link copied!