দৈনিক করোনা রোগী শনাক্তের হিসাবে প্রথম স্থানে উঠে এল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২১, ১২:১৪ পিএম

দৈনিক করোনা রোগী শনাক্তের হিসাবে প্রথম স্থানে উঠে এল ভারত

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা আড়াই লাখের বেশি রয়েছে। তবে সব রেকর্ড ছাড়িয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) গত  ২৪ ঘন্টায় দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন।

একদিনে এই সংখ্যা সারাবিশ্বের মধ্যে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড দখলে ছিল যুক্তরাষ্ট্রের। চলতি বছরের ৮ জানুয়ারি গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙ্গে দিয়ে একদিনে সর্বোচ্চ করোনারোগীর দেশ হিসেবে পরিচিতি পেল পৃথিবীর বৃহত্তম এই গণতান্ত্রিক দেশটি।  

মঙ্গলবার (২০ এপ্রিল) গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছিলেন ২ লাখ ৫৯ হাজারের বেশি। আর বুধবার (২১ এপ্রিল) ওই সংখ্যা ছাড়িয়ে যায়। ওইদিন গত ২৪ ঘন্টায় দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪১ জন।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানীর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সব শেষ তথ্য অনুযায়ি, বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২ টা পর্যন্ত (বাংলাদেশ সময়) পর্যন্ত দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সংখ্যা ছিল ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩৯০। মঙ্গলবার (২০এপ্রিল) সকাল সাড়ে ১১টা পর্যন্ত (বাংলাদেশ সময়) এই সংখ্যা ছিল ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯।

গত সোমবার পর্যন্ত দেশটিতে মোট ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত শনিবার এই সংখ্যা ছিল ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯ । গত ১৫ এপ্রিল পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছিলেন ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন। তার আগের দিন বুধবার এই  সংখ্যা ছিল ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫।

গত ১৩ এপ্রিল দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ছিল ১ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৭৩। সোমবার ছিল ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯। তার আগের দিন ১২ এপ্রিল পর্যন্ত ভারতে মোট ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন।

এদিকে, ভারতে বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন মারা গেছেন। গত এক সপ্তাহ ধরে মুত্যর সংখ্যা কোনোভাবেই  কমছে না। মৃত্যুর মিছিলে  প্রায় প্রতিদিন যোগ হচ্ছে দেড় হাজারের বেশি মরদেহ।

তবে সব রেকর্ড ছাড়িয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যুমিছিলে যোগ হয়েছে ২ হাজার ১০২ মরদেহ। গতকাল একদিনে মারা গিয়েছিল ২ হাজার ২৩ জন।    

বৃহস্পতিবার একদিনে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু এই প্রথম দেখলো আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে থাকা এই দেশটি । এর আগে, মঙ্গলবার (২০ এপ্রিল) ভারতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ রেকর্ড ১ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছিল। তার আগের দিন সোমবার গত ২৪ ঘন্টায় এই সংখ্যা ছিল ১ হাজার ৬১৯ জন।

এদিকে, টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে গত ১৬ সেপ্টেম্বর দেশটিতে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৯০জনের মৃত্যু হয়েছিল।শুক্রবার (১৬ এপ্রিল) পর্যন্ত ওই সংখ্যাই ছিল একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এই রেডর্ড ভেঙ্গে যায় পরের দিন। ওই দিন (১৭ এপ্রিল) ভারতে একদিনে মারা যায় ১ হাজার ৩৪১ জন।  একদিন পর সোমবার (১৯ এপ্রিল) মৃত্যুর রেকর্ড আবারও ভেঙ্গে যায়।গত ২৪ ঘন্টায় মোট মারা যায় ১ হাজার ৬১৯ জন। আর মঙ্গলবার (২০ এপ্রিল) এ সংখ্যাও ছাড়িয়ে একদিনে মৃত্যু বেড়ে  গিয়ে  দাঁড়ায়  ১ হাজার ৭৬১জনে।

Link copied!