বরিশালে করোনায় একদিনে ১৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৩, ২০২১, ০৮:৩৭ পিএম

বরিশালে করোনায় একদিনে ১৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে মঙ্গলবার (১৩ জুলাই) গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। এ নিয়ে এই বিভাগে করোনায় মোট ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্ঠায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ শনাক্ত ছিলেন। মৃত অন্য ১১ জন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।’

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক আরও জানান, ‘গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষায় ৮৭৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। পরীক্ষা হিসেবে শতকরা শনাক্তের হার ৪৭ দশমিক ৩৯।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত বছরের ৯ এপ্রিল বরিশাল বিভাগে করোনার প্রথম ঢেউ শুরু হয় । ওই বছরের জুন মাসে বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ ২৪৩ জন শনাক্ত হয়েছিলেন। চলতি বছরের মে মাসে দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ৭ জুলাই এক দিনে সর্বোচ্চ ৬২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর ১১ জুলাই তা ৭১০ এবং মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় তা ৮৭৯ জনে পৌঁছাল।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে মৃত ১৫ জনের মধ্যে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে উপসর্গ নিয়ে মারা যান ১১ জন। আর পজিটিভ ৪ জনের মধ্যে দুজন করে মারা যান বরিশাল ও ঝালকাঠি জেলায়। এই হাসপাতালের ৩০০ শয্যার বিপরীতে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত ৩১১ জন রোগী ভর্তি রয়েছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

 

Link copied!