ভারতে দৈনিক মৃত্যু ফের হাজারের ওপরে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২১, ০৪:২০ এএম

ভারতে দৈনিক মৃত্যু ফের হাজারের ওপরে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে গেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার(০১ জুলাই) স্থানীয় সময় সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ১ হাজার ৫ জন মারা গেছেন। এনিয়ে দেশটিতে মোট ৩ লাখ ৯৯ হাজার ৪৫৯ জনের মৃত্যু হলো।  বুধবার (৩০ জুন) গত ২৪ ঘন্টায় মারা যায় ৮১৭ জন।  গত ১৩ এপ্রিলের পর বুধবার প্রথমবার দেশটিতে দৈনিক মৃত্যু ৯০০-র নীচে নেমেছিল। ২৫ ঘন্টার ব্যবধানে ফের এক হাজারের ওপরে চলে গেল মৃত্যুর সংখ্যা।

কয়েকদিনের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, মঙ্গলবার (২৯ জুন) গত ২৪ ঘন্টায় দেশটিতে ৯০৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশটিতে ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার ২৪ ঘন্টায় মারা যায় ১ হাজার ২৫৮ জন।

ভারতে মৃত্যু সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করলেও আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা আবার বেড়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুসারে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ৪৮ হাজার ৭৮৬ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট ৩ কোটি ৪ লাখ ১১ হাজার ৬৩৪ জন করোনায় শনাক্ত হয়েছেন।

বুধবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ৪৫ হাজার ৯৫১ জন।মঙ্গলবার (২৯ জুন) একদিনে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩৭ হাজার ৫৬৬ জন। সোমবার গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৪৬ হাজার ১৪৮ ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু ছাড়া ভারতের সব রাজ্যেই দৈনিক মৃত্যু ১০০-র নীচে রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, উত্তরাখণ্ডে দৈনিক মৃত্যু হয়েছে ২২১ জনের। এর জেরেই দেশের দৈনিক মৃত্যু হাজার ছাড়াল।

গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার ২ দশমিক৫৪ শতাংশ। গত ১০ দিন ধরেই এই হার ৩ শতাংশের নীচে রয়েছে। সঙ্গে দেশের সক্রিয় রোগী সংখ্যা কমার ধারাবাহিকতাও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সাড়ে ১৩ হাজারেরও বেশি সক্রিয় রোগী কমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৫ লাখ ২৩ হাজার ২৫৭ জন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।

 

Link copied!