পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন সাকিব আল হাসান। শুরু করেছেন পুরোদমে অনুশীলন। সাকিব ফেরায় খুশি বাংলাদেশ অধিনায়ক, জানিয়েছেন কেমন হবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল।
শুক্রবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মুমিনুল জানালেন, সাকিব আসলে দলের জন্য সহজ হয়। মূলত সাকিব একজন বোলার এবং একজন ব্যাটসম্যানের রোল প্লে করে থাকেন। তাহলে সেক্ষেত্রে দলের কম্বিনেশন কেমন হতে পারে?
এমন প্রশ্নে মুমিনুল জানান, বাংলাদেশ ৪ জন বোলার ও ৭জন ব্যাটসম্যান নিয়ে খেলবে। অধিনায়ক বলেন, ‘সাকিব দলে আসলে একটু সহজ হয়। এখন পর্যন্ত সাকিবের সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি। ও আসায় আমরা ৪ বোলার ৭ ব্যাটসম্যান নিয়ে খেলবো।‘
প্রথম টেস্টে ইনজুরির কারণে সাকিব ছিলেন না। সেই ম্যাচে বাংলাদেশ দুই পেসার আর দুই স্পিনার নিয়ে খেলেছে। এই ম্যাচেও বাংলাদেশের দুই পেসার ও দুই স্পিনার থাকবেন, আর সঙ্গেতো সাকিব আছেনই। তিনি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পারদর্শী।