মেঘাচ্ছন্ন মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২১, ১০:৫১ পিএম

মেঘাচ্ছন্ন মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা

মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয় ও ফলোয়নে পরার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংসে তারা ৭৬ রানে ৭ উইকেট হারিয়েছে। আর সেটা মাত্র ২৬ ওভারের মধ্যে। সাকিব ২৩ ও তাইজুল (০) কোনো রান না করে উইকেটে অপরাজিত রয়েছেন। বাংলাদেশ এখনো ২২৪ রানে পিছিয়ে। ফলোয়ন এড়ানোর লড়াইও রয়েছে। ২৫ রান দরকার এড়াতে হলে। 

পাকিস্তান আজ প্রথম ইনিংসে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। ফলোয়ন বাংলাদেশ এড়াতে পারবে কিনা সেটা বড় প্রশ্ন। আর কাল টেস্টের শেষ দিন। আবহাওয়া ভাল নয় বলে আজও আগেভাগে দিনের খেলা শেষ হয়েছে। কাল সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হবে। চরম নাটকীয়তা অপেক্ষা করছে। পাকিস্তান ফলোয়নে ফেলতে পারলে বাংলাদেশকে আবারো ব্যাটিংয়ে পাঠাবে। সেক্ষেত্রে হার এড়ানো মুশকিল হয়ে যাবে টাইগারদের। 

২ টেস্টের সিরিজ এটি। প্রথম টেস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। আর সেখানে পাকিস্তান প্রথম টেস্টটি ৮ উইকেটে জেতে। সিরিজে ১-০ তে লিড নিয়েছে তারা।

বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশ তাড়াহুড়া করেছেন। অভিষেক টেস্ট খেলতে নামা মাহমুদুল হাসান জয় শূন্য করে প্যাভিলিয়নে ফেরত যান। শান্ত সর্বোচ্চ ৩০ রান করেন একবার জীবন পেয়ে। আউট হয়েছিলেন। নো বলের জন্য সে যাত্রায় বেঁচে যান তিনি।

এছাড়া মুমিনুল ১ রানে রান আউট হন হাসান আলির সরাসরি থ্রোয়ে। আর মুশফিক ৫ ও লিটন ৬ রানে আউট হয়েছেন। ওপেনার সাদমান ফিরেছেন মাত্রা ৩ রানে। 

পাকিস্তানের অফ স্পিনার সাজিদ খান ৬ উইকেট নিয়েছেন ৩৫ রানে।

এর আগে ২দিন বৃষ্টির পর আজ সকালেও দেরিতে খেলা শুরু হয়। মাঠ ভেজা ছিল। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে আক্রমণ করে খেলতে গিয়েছে। আজহার আলি ৫৬ ও বাবর আজম ৭৬ রানে আউট হন। আজহারকে এবাদত ও আজমকে আউট করে খালেদ। এরপর ফাওয়াদ (৫০*) ও রিজওয়ানও (৫৩*) ফিফটি করেছেন। ৭৩ রানে ২ উইকেট তাইজুলের।  

Link copied!