৩ দিনের টেস্টেও ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২১, ১১:২৭ পিএম

৩ দিনের টেস্টেও ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বৃষ্টি এবং আলো স্বল্পতায় প্রায় ২ দিন ভেসে যাওয়া ম্যাচেও ইনিংস এবং ৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পুরো সিরিজে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশী খেলোয়াড়রা যেন একেকজন পরাজিত সৈনিক। উইকেটে গিয়ে যেভাবে ইউকেট বিলিয়ে দিয়ে এসেছেন বাংলাদেশি ব্যাটাররা তাতে আবারাও শঙ্কা জেগেছিল বাংলাদেশ এই ম্যাচটি বাঁচাতে পারবে তো?

পারেনি। হেরে গিয়েছে এক ইনিংস এবং ৮ রানের ব্যবধানে।  

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম যেভাবে খেলছিলেন এতে মনে হয়েছিল বাংলাদেশ ম্যাচটি হয়তো ড্র করে ফেলতে পারবে। দিনশেষে পাকিস্তানের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। আর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচটি পঞ্চম দিনের শেষ সময়ে ইনিংস ও ৮ রানে জিতে নিয়েছে। 

সাকিব আল হাসান একটি রেকর্ড গড়েছেন। আজ তিনি টেস্টে ৪০০০ প্লাস রান ও ২০০ উইকেট (বা আরো বেশি) শিকারি হয়েছেন সবচেয়ে (রেকর্ড) কম ইনিংস খেলে। স্যার ইয়ান বোথাম এই অর্জন করেছিলেন ৬৯ টেস্টে। সাকিবের দরকার হলো ৫৯ টেস্ট। 

পাকিস্তান ২ টেস্টের সিরিজ ২-০ তে জিতে নিয়েছে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অলআউট। পাকিস্তান প্রথম ইনিংসে ৩০০ করেছিল ৪ উইকেটে। এরপর তারা ইনিংস ঘোষণা করে। আর বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৮৭ রানে। চট্টগ্রামে প্রথম টেস্টে পাকিস্তান জিতেছিল ৮ উইকেটে।

Link copied!