আলো কমে যাওয়ায় প্রথম দিনের খেলা শেষ

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২১, ১০:২৭ পিএম

আলো কমে যাওয়ায় প্রথম দিনের খেলা শেষ

ঘূর্ণিঝড় উপকূলের আসার আশঙ্কা ছিল। যদিও গতিপথ পালটেছে। তবে বাংলাদেশ ও পাকিস্তানের ৩৩ ওভার পেটে নিয়ে গেছে। একবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছে। আর ২ বার আলোর অভাবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। টসে জেতা পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ২ উইকেটে ১৬১ রান তুলেছে (৫৭ ওভার)। আম্পায়ার আর খেলা চালিয়ে যেতে পারেননি। কারণ মাঠে যথেষ্ট আলো ছিল না। আকাশে মেঘের তখনও ঘনঘটা। 

কাল থেকে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। 

আজহার আলি ৩৬ ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৬০ রানে অপরাজিত রয়েছেন। তাইজুল ১৭ ওভার বল করে ৪৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ২ টেস্টের সিরিজ এটি। চট্টগ্রামের প্রথমটিতে ৮ উইকেটে জেতে পাকিস্তান। তারা ১-০ তে এগিয়ে রয়েছে। 

তাইজুল চট্টগ্রাম টেস্টেও সফল ছিলেন। আবার ঢাকায়ও সফল তিনি। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি (৩৯) ও আব্দুল্লাহ শফিককে (২৫) কে বোল্ড করেছেন তিনি। 

জয়ের অভিষেক হবে এটা গতকালই গুঞ্জন ছিল। শুধু তাসকিন ফিরতে পারলেন না। পেসার রাহী বাদ পরেছেন। আর ইয়াসির আলি রাব্বি খেলতে পারবেন না। সাকিব তাই দলে চলে আসেন অটোমেটিক। সাইফ হাসানের জায়গায় জয় এসেছেন দলে।

বিশ্বকাপে পাওয়া হ্যামস্ট্রিং ইনজুরিতে সাকিব খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টেস্টের দলে থাকলেও শেষ মুহূর্তে ছিটকে পড়েন একই কারণে। অবশেষে তিনি ফিরেছেন দলে। এ ছাড়া খালেদ একাদশে ফিরেছেন আড়াই বছর পর। সবশেষ তিনি খেলেছেন হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে, ২০১৯ সালের মার্চে। এদিকে পাকিস্তান একাদশে কোন পরিবর্তন আসেনি। আগের ম্যাচের একাদশেই আস্থা রেখেছে সফরকারী দলের টিম ম্যানেজম্যান্ট। 

পাকিস্তানের দলে কোনো পরিবর্তন নেই। তাদের চট্টগ্রামের দলটিই খেলবে। 

বাংলাদেশ একাদশ : সাদমান, জয়, শান্ত, মুমিনুল, সাকিব, মুশফিক, লিটন, মিরাজ, তাইজুল, খালেদ, এবাদত।

পাকিস্তান একাদশ : আবিদ, শফিক, আজহার, বাবর, ফাওয়াদ, রিজওয়ান, ফাহিম, হাসান, সাজিদ, নোমান, আফ্রিদি। 

Link copied!