মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাতিল

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ৫, ২০২১, ০৯:১০ পিএম

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাতিল

বৃষ্টির তোড়ে ভেসে গেল মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। বৃষ্টি না কমায় দ্বিতীয় দিনের খেলা বাতিল বলে ঘোষণা করেছেন আম্পায়াররা।

মিরপুর টেস্টে দুদলের খেলোয়াড়দের চেয়ে বৃষ্টিই খেলছে বেশি। টেস্টের প্রথম দিনে আলো স্বল্পতার কারনে এক সেশন বাকী থাকতে খেলা বন্ধ করে দেওয়া হয়। আজ রবিবার (৫ ডিসেম্বর) সকালে সাড়ে ৯ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা যথাসময়ে আরম্ভ হতে পারেনি।

পরে বেলা ১২ টা ৫০ মিনিটের দিকে খেলা মাঠে গড়ালেও ৩৮ বল পর ফের বৃষ্টিতে বন্ধ হয়। তখন বলা হয়েছিল, এই সেশনে খেলা চলবে ৩টা ১০ মিনিট পর্যন্ত। এরপর চা-বিরতিতে যাবে দুই দল। ৫৭ ওভারের খেলা হবে এই সেশনে। কিন্তু বৃষ্টি খেলোয়াড়দের সেই সুযোগ না দিয়ে নিজেই মাঠজুড়ে রাজত্ব করেছে।

উইকেটে আছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বাবর আজম ও আজহার আলী। আবহাওয়া কিছুটা পেস বোলিং সহায়ক হওয়ায় পেস দিয়েই আক্রমণ শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারে খালেদ আহমেদের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল হক। খালেদকে ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে শুরু করেন বাবর। পরের ওভারে আজহারও শুরুটা করেন ইবাদত হোসেনকে বাউন্ডারি মেরে।

তৃতীয় উইকেটে বাবর-আজহারের জুটি জমে গিয়েছিল কালই। আজ দ্রুতই শতক পেরিয়েছে এই দুজনের জুটি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তাঁরা যোগ করেছেন ১১৮ রান। ফিফটি পেরিয়েছেন আজহার। ৬৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮। বাবর ৭১ ও আজহার ৫২ রানে উইকেটে আছেন। 

Link copied!