৩০০ রানে ডিক্লেয়ার পাকিস্তানের, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২১, ০৬:১১ পিএম

৩০০ রানে ডিক্লেয়ার পাকিস্তানের, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির আড়ালে শুরু হলো দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। আর শুরুতেই তোপের মুখে পাকিস্তান। এর আগে দ্বিতীয় দিনে ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টিপাতে অল্প কিছুক্ষণ খেলা হয়। গতকাল তৃতীয় দিন ভেসে যায় পুরোটা। আর আজ যখন খেলা শুরু হলো তখন পাকিস্তান সুবিধা করতে পারেনি। এ রিপোর্ট খেলার সময় পাকিস্তান ৪ উইকেটে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে।

ফাওয়াদ আলম ৫০ ও রিজওয়ান ৫৩ রান করেছেন। 

বাংলাদেশ ব্যাট করতে নেমে ২২ রানে হারিয়েছে ৩ উইকেট। চা পান বিরতি পর্যন্ত এই ফল ছিল। 

সকালে মেঘ ছিল। আর মাঠ ভেজা থাকায় সঠিক সময়ে শুরু হয়নি খেলা। দেরিতে শুরু হয়। আর আজহার আলিকে ৫৬ রানে ফেরত পাঠান এবাদত। তখন পাকিস্তানের সংগ্রহ ১৯৩ রান। বাবর আজম লেগ বিফোর দ্য উইকেট হন ৭৬ রানে। খালেদ আহমেদের শিকার তিনি। 

বৃষ্টিতে ঢাকা টেস্টের অনেক ক্ষতি হয়েছে। আজ ৮৩ ওভার খেলার সম্ভাবনা রয়েছে। 

Link copied!