বিশ্বে ফের বেড়েছে দৈনিক মৃত্যু ও শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৫:১৯ পিএম

বিশ্বে ফের বেড়েছে দৈনিক মৃত্যু ও শনাক্ত

করোনা মহামারিতে সারা বিশ্বে দৈনিক মৃত্যু ও আক্রান্ত হিসেবে শনাক্তের  সংখ্যা আরও বেড়েছে। বুধবার গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৮ হাজার মানুষ। মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৯ লাখ ২৫ হাজার। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ লাখের বেশি। এনিয়ে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ কোটি ৮২ লাখ ছাড়িয়েছে।  করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫ কোটি ৬৩ লাখের বেশি।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, বুধবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৯ লাখ ২৫ হাজার ৪৮৩ জন মারা গেছেন। বুধবার গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৫৫৭ জন। এই সংখ্যা গতকাল মঙ্গলবারের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার।

করোনায় শনাক্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বুধবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪২ কোটি ৮২ লাখ ৮১ হাজার ৭৪ জন। বুধবার গত ২৪ ঘণ্টায় ১৬ লাখ ১৭ হাজার ৪৪৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এই সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় সাড়ে তিন লাখ বেশি।

করোনা থেকে সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি বুধবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫  কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৬৬৭ জন। বুধবার  পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ৬ কোটি ৬০ লাখ ৩৯ হাজার ৯২৪  জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮০  হাজার ১৬৭ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৯ জন। নতুন করে  সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫০৭ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে বুধবার গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৪৫৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫৫ হাজার ৮৮৭ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭২ জন এবং ৭৯৬ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে বুধবার গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২৮৫ জন এবং মারা গেছেন ৮৩৯ জন।

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮১ জন এবং ১৩ হাজার ৫০২ জন সংক্রমিত হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!