অ্যাপল-গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত হচ্ছে

প্রযুক্তি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২২, ০১:৫৩ এএম

অ্যাপল-গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক দুই প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটির কম্পিটিশন অ্যান্ড মার্কেট অথরিটি (সিএমএ)। গেম ও মোবাইল ব্রাউজিং খাতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগে সিএমএ এই তদন্ত শুরু করবে।

বুধবার ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছর থেকে প্রতিষ্ঠান দুটির বিষয়ে অনুসন্ধান শুরু করে সিএমএ। প্রায় দেড় বছর ধরে অনুসন্ধান শেষে অপারেটিং সিস্টেম, অ্যাপ স্টোর এবং মোবাইলের ওয়েব ব্রাউজারে অ্যাপল ও গুগলের একচ্ছত্র নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

এ দুই প্রতিষ্ঠানের আধিপত্য ও নিয়ন্ত্রণের কারণে যুক্তরাজ্যের অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান ও ওয়েব ডেভেলপার তাদের বাজার হারাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সিএমএর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সারাহ কার্ডেল বলেন, আমাদের অনুসন্ধানের দুটি উদ্দেশ্য ছিল- ব্যবহারকারীরা যেন সেরা সেবাটি পান  এবং নতুন সৃজনশীল অ্যাপের বাজারে ডেভেলপাররা যেন বিনিয়োগের সুযোগ পান। তবে  অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং ওয়েব ডেভেলপার আমাদের জানিয়েছেন অ্যাপল ও গুগলের তৈরি করা সীমাবদ্ধতার জন্য তারা পিছিয়ে পড়ছেন।

সিএমএ আরও জানায়, গত বছর দেশটির অন্তত আট লাখ মানুষ ক্লাউড গেমিং সেবা গ্রহণ করেছেন। আর ৯৭ শতাংশ মোবাইল ব্রাউজারেই ছিল অ্যাপল এবং গুগলের সফটওয়্যার। তবে গুগল ও অ্যাপল উভয়ই ওই অভিযোগ অস্বীকার করেছে।

গুগলেল দাবি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অন্য যে কোনো প্ল্যাটফর্মের থেকে সর্বাধিক অ্যাপ রাখা হয়েছে। অন্যদিকে, অ্যাপল জানায় তারা একটি সরব এবং প্রতিযোগিতাশীল বাজার চায়, যেখানে সৃজনশীল উদ্ভাবন হতে পারে।

Link copied!