বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসির যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ১১:৪২ পিএম

বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসির যত রেকর্ড

ফুটবল দুই হাত ভরে দিয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। বিশ্বকাপ ট্রফিটা এতদিন দূরে দূরে ছিল, একবার খুব কাছে এসেও ধরা দেয়নি। শেষ পর্যন্ত সেই স্বপ্নটাও পূরণ হয়েছে মেসির। কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দুই গোল করে মেসি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। শিরোপা জয়ের পাশাপাশি করেছেন বেশ কয়েকটি রেকর্ড। তিনিই এখন বিশ্বকাপে রেকর্ডের বরপুত্র।

কাতার বিশ্বকাপের ফাইনাল দিয়ে বিশ্বকাপে মোট ২৬টি ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন জাদুকর, যা এখন রেকর্ড। এর আগে রেকর্ড ছিল  জার্মান গ্রেট লোথার মাথিউসের। তার বিশ্বকাপে মোট ২৫টি ম্যাচ খেলেছেন।

বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মেসি খেলেছেন রেকর্ড ১৯ ম্যাচ। তালিকায় পরের দ্বিতীয় স্থানে আছেন ১৭ ম্যাচ খেলা মেক্সিকোর রাফা মার্কেস ও ১৬ ম্যাচ খেলে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক দিয়েগো মারাদোনা আছেন তৃতীয় অবস্থানে।।

এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড ও এখন মেসির দখলে। ২ হাজার ৩১৪ মিনিট খেলেছেন মেসি। ফাইনালে তিনি ভেঙেছেন ইতালির গ্রেট পাওলো মালদিনির ২ হাজার ২১৭ মিনিট খেলার আগের রেকর্ড।

একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ভিন্ন পাঁচ আসরে অ্যাসিস্ট এর কীর্তি গড়েছেন মেসি। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, পোল্যান্ডের জেগোস লাতো, মারাদোনা ও ইংল্যান্ডের ডেভিড বেকহ্যামের অ্যাসিস্ট আছে তিন আসরে। 

নকআউট পর্বে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডে পেলের পাশে বসেছেন মেসি, দুজনেরই ৬টি করে।

এই আসরে ৭ গোল করার পথে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ স্কোরার হয়ে গেছেন । তালিকায় তার পরে আছেন গাব্রিয়েল বাতিস্তুতা (১০), মারাদোনা (৮), গিয়ের্মো স্তাবিল (৮), মারিও কেম্পেস (৬) ও গনসালো হিগুয়াইন (৫)।

বিশ্বকাপে মেসির প্রথম ও সবশেষ গোলের মাঝে ব্যবধান ১৬ বছর ১৮৪ দিন, যা সবচেয়ে দীর্ঘ। পরের স্থানে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো, ১৬ বছর ১৬০ দিন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ১১ বার ম্যাচ সেরা হয়েছেন মেসি। কাতার আসরে সাত ম্যাচের পাঁচটিতেই তিনি পান এই স্বীকৃতি। ২০০২ আসর থেকে পুরস্কারটি দেওয়া শুরু হয়।

বিশ্বকাপে ম্যাচ জয়েরও রেকর্ড এখন মেসির। ১৬টি ম্যাচের বেশি জয় আছে কেবল জার্মানির মিরোস্লাভ ক্লোসার (১৭)।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ২১ গোলে (১৩ গোল, ৮ অ্যাসিস্ট) সম্পৃক্ত মেসি। ১৯ গোলে সম্পৃক্ত থেকে মেসির পরে আছেন তিন জন- জার্মানির জার্ড মুলার, ক্লোসা ও ব্রাজিলের রোনালদো।

প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরে গ্রুপ পর্ব,শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালে গোল করেছেন মেসি।

১৯৬৬ আসর থেকে বিবেচনায় নিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরে ভিন্ন তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট এর ডাবল মেসির। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ভিন্ন চার ম্যাচে গোল ও অ্যাসিস্ট এর অনন্য অর্জনও তার।

Link copied!