কাতার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের লক্ষ্যে সেরা স্কোয়াড নিয়ে এসেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। চলতি বিশ্বকাপে স্কোয়াডের সবাইকে মাঠে নামিয়ে ব্রাজিলকে এক অনন্য উপহার দিয়েছেন কোচ তিতে।
আগের প্রথা ভেঙে এবারের বিশ্বকাপের জন্য দল বড় করা হয়েছে। প্রতিটি দলে স্কোয়াডের সদস্য ছিল ২৬ জনের। আর প্রত্যেককেই মাঠে নামিয়েছেন তিতে যা বিশ্বকাপে রেকর্ড।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বেঞ্চে থাকা স্কোয়াড পরীক্ষার কথা বলেছিলেন তিতে। ওই পরীক্ষা চালাতে গিয়ে ক্যামেরুনের কাছে হার দেখে ব্রাজিল। না হলে এখন পর্যন্ত অপরাজিত হিসেবেই বিশ্বকাপে থাকত লাতিন আমেরিকার দেশটি। তবে একজন খেলোয়াড়কে তিতে নামাননি। তিনি হলেন ওয়েভারটন দা সিলভা।
নকআউট পর্বে সেটিও করে দেখালেন সেলেসাও কোচ। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮১তম মিনিটে অ্যালিসনকে উঠিয়ে পালমেইরাস গোলরক্ষককে নামান তিনি। সঙ্গে সঙ্গেই বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়েন ব্রাজিল কোচ তিতে।
এতে করে বিশ্বের প্রথম দল হিসেবে স্কোয়াডের সব সদস্যকে মাঠে নামিয়েছেন ব্রাজিলিয়ান এই কোচ। এর আগে ২০১৪ সালে ৯১% স্কোয়াড খেলিয়েছেন সেসময়ের সেলেসাও কোচ স্কলারি। ২৩ সদস্যের মধ্যে মাত্র দুইজন মাঠে নামেননি। তারা হলেন জেফারসন ও ভিক্টর। এছাড়া ২০০২ বিশ্বকাপেও খেলেছিল ৯১% স্কোয়াড। ২৩ জন সদস্যের মধ্যে মাঠে নামা হয়নি দিদা ও রোসারিও চেনির।
৯১% স্কোয়াড খেলানোর তালিকায় নাম আছে ফ্রান্স ও ইংল্যান্ডেরও। ১৯৩৮ বিশ্বকাপে ফরাসি কোচ আদেমার পিমেনতা খেলাননি নারিজ ও নিগিনিয়োকে। ইংলিশ কোচ ভিসেন্তে ফিওলা ১৯৬৬ সালের বিশ্বকাপে খেলাননি এডু এবং জিটোকে।
এক আসরে সব খেলোয়াড়কে ব্যবহার করার আগের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাইকেল ভোর্মকে নামিয়ে ২৩ জনের সবাইকে খেলায় ডাচরা।