মাঠে নামলেই আজকেও একগাদা রেকর্ড হবে মেসির!

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২২, ১১:০৪ পিএম

মাঠে নামলেই আজকেও একগাদা রেকর্ড হবে মেসির!

মাঠে পা রাখলেই তাঁর নাম যুক্ত হয়ে যাচ্ছে কোনো না কোনো রেকর্ড তালিকায়। কখনো ভাঙছেন নিজের রেকর্ড কখনো বা কিংবদন্তিদের। কাতার বিশ্বকাপেও ইতিমধেই কয়েকটি রেকর্ড ভেঙেছেন এই খুদে জাদুকর।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে আরও অনেকগুলো রেকর্ড ভাঙা ও গড়ার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় শেষ চারের লড়াইয়ে নেমে সবার আগে যে রেকর্ডটিতে নাম লেখাবেন সেটি হলো যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার। ২৪ ম্যাচ নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেমিফাইনাল খেলা শেষে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলে শীর্ষে থাকা আরেক জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের পাশে নাম লেখাবেন তিনি। 

অবশ্য কাতার বিশ্বকাপেই দুই জার্মান কিংবদন্তিকে পেছনে ফেলে এই রেকর্ড তালিকার শীর্ষে একাই স্থান নিতে পারবেন মেসি। সেমিফাইনালে জিতলে ফাইনাল খেলে আর হারলে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলে সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মেসি। 

যৌথ সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের রাতে অধিনায়ক হিসেবেও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের শীর্ষে নাম লেখানোর সুযোগ পাবেন সেমিফাইনালের ম্যাচটিতে। এখন পর্যন্ত মেক্সিকোর সাবেক অধিনায়ক রাফায়েল মার্কেজের সাথে দলনেতা হিসেবে ১৮ ম্যাচ খেলার রেকর্ডে যুগ্মভাবে স্থান নিয়ে আছেন এলএমটেন।

এরপর আসছে সর্বোচ্চ সময় খেলার রেকর্ড। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ সময় খেলেছেন পাওলো মালদিনি। চার বিশ্বকাপে ২২১৭ মিনিট খেলেছেন ইতালির এই ডিফেন্ডার। এই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। ৫ বিশ্বকাপে ২১০৪ মিনিট খেলে দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে সেমিফাইনালেই হয়ে যাবে রেকর্ডটি। নাহলে ফাইনাল বা তৃতীয় নির্ধারণী ম্যাচে সেই সুযোগ পাচ্ছেন মেসি। 

নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১০ গোল নিয়ে যৌথ সর্বোচ্চ গোলদাতা হিসেবে গ্যাব্রিয়েল বাতিস্তুতার পাশে নাম লিখিয়েছেন মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করলে স্বদেশি কিংবদন্তিকে পেছনে ফেলে একাই রেকর্ডের শীর্ষে থাকবেন মেসি।

অন্যদিকে বিশ্বকাপে গোলে ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেও অ্যাসিস্টে ছাড়িয়ে যেতে পারেননি মেসি। ৮ অ্যাসিস্টে শীর্ষে আছেন প্রয়াত ম্যারাডোনা। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচে কিংবদন্তির পাশে বসার এবং ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। ৭ গোলে সহায়তা করে ম্যারাডোনার পরেই আছেন সাবেক বার্সেলোনা তারকা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে জয় পেলে আরেকটি রেকর্ডে ভাগ বসাবেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ ম্যাচে জয় পাওয়া ক্লোসার পাশে বসবেন তিনি। ১৬ জয় নিয়ে দুইয়ে আছেন আলবিসেলেস্তার অধিনায়ক। জয় না পেলেও সুযোগ থাকবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। আর ফাইনালে উঠতে পারলে বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন মেসি।

এত এত রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে মেসির একমাত্র লক্ষ্যই থাকবে সেমিফাইনাল জয়ের। ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই অধরা স্বপ্ন পূরণের সুযোগ হাতের মুঠোয় আসবে। ২০১৪ বিশ্বকাপে সেই সুযোগ পেয়েও শেষ সময়ে হারিয়েছিলেন। এবার সেই স্বপ্ন পূরণের শেষ সুযোগ। নিজের শেষ বিশ্বকাপে অধরা স্বপ্নটিকে পূরণ করতে সর্বোচ্চ চেষ্টাই করবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। 

Link copied!