১৯৬৬ সালে হার্স্ট, ৫৬ বছর পর এমবাপে

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০৭:৩১ এএম

১৯৬৬ সালে হার্স্ট, ৫৬ বছর পর এমবাপে

দুর্দান্ত লড়াইয়ের এক ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিজেদের করে নিলো আর্জেন্টিনা। ৩-৩ সমতায় ১২০ মিনিট খেলা শেষে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর বিশ্বকাপ জয় করলো আকাশি সাদারা। 

খেলার মোড় নাটকীয়ভাবে ঘুরিয়ে দিয়েছিলেন যে খেলোয়াড় তিনি গড়লেন দারুণ কীর্তি। ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে নিজের দ্বিতীয় বিশ্বকাপে বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে করলেন হ্যাটট্রিক। এর আগে ১৯৬৬ সালের আসরের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট।

Mbappe inner

কাতার বিশ্বকাপ ফাইনালে রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৯৭ সেকেন্ডে জোড়া গোল করে দলকে ২-২ সমতায় ফেরান এমবাপে। প্রথমটি করেন পেনাল্টি থেকে, পরেরটি সতীর্থের পাসে।

অতিরিক্ত সময়ে দল যখন ৩-২ গোলে পিছিয়ে, ১১৮তম মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করে ম্যাচ টাইব্রেকারে নেন এমবাপে। টাইব্রেকারেও গোল করেন এমবাপে। জিতে নিলেন অ্যাডিডাস গোল্ডেন বুট অ্যাওয়ার্ড।

Link copied!