ইউক্রেন ইস্যুতে আজ আবারও আলোচনার টেবিলে জাতিসংঘ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২২, ০১:০৪ পিএম

ইউক্রেন ইস্যুতে আজ আবারও আলোচনার টেবিলে জাতিসংঘ

ইউক্রেন ইস্যুতে আজ আবারো আলোচনার টেবিলে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মূলত রাশিয়ার আহবানে বৈঠকটি হতে যাচ্ছে। বৈঠকে আলোচনার অন্যতম এজেন্ডা ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরির বিষয়। সম্প্রতি মস্কো অভিযোগ করে, রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে মার্কিন মদদে রাসায়নিক অস্ত্র তৈরি হচ্ছে ইউক্রেনে। ইউক্রেনে কেমিক্যাল ওয়েপন ধ্বংসের আলামত পায় রাশিয়ান গোয়েন্দারা।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ সৈন্যদের বিরুদ্ধে হামলা চালাতে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরি হচ্ছে-মস্কোর এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এছাড়া, জাতিসংঘের এ বৈঠকে জি-সেভেনভুক্ত দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে রাশিয়ার মোস্ট ফেভারড ন্যাশনস স্ট্যাটাস কেড়ে নিতে প্রস্তাব তুলতে পারে যুক্তরাষ্ট্র। মোস্ট ফেভারড ন্যাশনস স্ট্যাটাসের কারণে কোন দেশ অন্য কোন দেশের পণ্য রপ্তানী কর হ্রাসসহ বেশ কিছু সুবিধা পেয়ে থাকে। 

রাশিয়ার অনুরোধে নিরাপত্তা পরিষদের অনুষ্ঠেয় বৈঠকের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মার্কিন মিশনের এক মুখপাত্র। তিনি বলেন, রাশিয়া বিশ্বকে ধোঁকা দিতে চাইছে অথবা ভুয়া তথ্য ছড়ানোর মঞ্চ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করতে চাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেন, ক্রেমলিন ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার করছে। ইউক্রেনে ভয়ংকর কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে মিথ্যা অজুহাত দিচ্ছে রাশিয়া।

বিষয়টি নিয়ে কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র গবেষণাগার ও ইউক্রেনের রাসায়নিক অস্ত্র তৈরি নিয়ে রাশিয়ার দাবি অযৌক্তিক। রাশিয়া এখন এসব মিথ্যা দাবি করছে। আর মস্কোর এসব প্রচারণায় সমর্থন দিচ্ছে চীন।

Link copied!