মস্কোর ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ: বেইজিং

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ০১:০২ পিএম

মস্কোর ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ: বেইজিং

করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্থবির হয়ে পড়া বিশ্বব্যাপী অর্থনীতি যখন পুররুদ্ধারের চেষ্টা চলছে ঠিক তখনই রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা আরোপ পশ্চিমা দেশগুলোর ভুল পদক্ষেপ বলে জানিয়েছে চীন।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ঝাং জুন এ কথা বলেন। 

চীনা প্রতিনিধি বলেন, “নিষেধাজ্ঞার ব্যবহার কোনো সমস্যার সমাধান করতে পারেনি। এটা আমরা আগেও আমরা দেখেছি। বরং নতুন করে সমস্যা তৈরি করেছে।”এসময় তিনি  পশ্চিমাদের এ ধরনের পদক্ষেপের কারণে খাদ্য ও জ্বালানি সংকট প্রকট হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে জীবিকার ক্ষতি করবে বলেও জানান।

ঝাং জুন জোর দিয়ে বলেন, “জাতিসংঘের অন্য দেশগুলোর মতো চীনও ইউক্রেনে যুদ্ধবিরতি চায়। আমরা আশা করি সব পক্ষ শান্তি আলোচনা জোরদারে সহায়তা করবে এবং আগুনে ঘি ঢালবে না।”

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চীনের কাছ থেকে রাশিয়া সামরিক ও আর্থিক সহায়তা চেয়েছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়ার অন্যতম বন্ধুরাষ্ট্র চীন। অর্থনৈতিক, সামরিক থেকে শুরু করে প্রায় সবক্ষেত্রেই তাদের অবস্থান প্রায় এক ও অভিন্ন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর  একটু বেকায়দায় রয়েছে চীন। যুদ্ধবিরতির পক্ষে থাকলেও বেইজিং এখনও রাশিয়ার এ আগ্রাসনের নিন্দা জানায়নি।

এমনকি, আন্তর্জাতিক আদালত রাশিয়াকে অবিলম্বে যে যুদ্ধ বন্ধের নির্দেশ দিয়েছেন, সেই বিচারক প্যানেলের চীনের প্রতিনিধিও ওই নির্দেশের বিপক্ষে কথা বলেছেন।

Link copied!