ফের ভূমিকম্পে ৩২ বার কেঁপে উঠলো তুরস্ক, নিহত ৩ জন, আহত ৬ শতাধিক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৯:৫৩ এএম

ফের ভূমিকম্পে ৩২ বার কেঁপে উঠলো তুরস্ক, নিহত ৩ জন, আহত ৬ শতাধিক

তুরস্কে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। গত ৬ ফেব্রুয়ারি ভোরে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছে। সেই ক্ষত এখনো ঢাকেনি। হতাহতদের এখনো উদ্ধার চলছে। এরইমধ্যে এই দুর্যোগ।

এএফপির খবরে জানা যায়, শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে আবার যে ভূমিকম্পটি আঘাত হানে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়।

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি এ তথ্য জানিয়েছে। হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে। এর ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরে এএফপির সাংবাদিকেরা ভূমিকম্প অনুভব করেছেন।

এএফএডির তথ্য মতে, তুরস্কে ফের ভূমিকম্পের পর ৩২টি পরাঘাত অনুভূত হয়েছে।ফলে কেঁপে উঠে তুরস্কের ওই অঞ্চল। এছাড়া পাশের দেশ সিরিয়া, লেবানন ও মিসরেও ভূকম্পন অনুভূত হয়েছে।

নতুন করে ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে বিবিসি, সিএনএনসহ বেশ কয়েকেটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকাজ শুরু হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার পরপর দুইবার কম্পন  অনুভূত হয় দক্ষিণ-পূর্ব তুরস্কে। সিরিয়ার সীমান্তের এই অঞ্চলে প্রথম কম্পনটির মাত্রা ছিল ছয় দশমিক চার। পরেরটি পাঁচ দশমিক আট। দুই সপ্তাহ আগে ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হওয়ায় এই অঞ্চলে উদ্ধারকারীরা সেখানে ছিলেন। উদ্ধারকাজ এখনো সম্পূর্ণ হয়নি। তারই মধ্যে এদিন ফের ভূমিকম্প হয়। এদিনও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গেছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারীরা এখনো পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার করেছেন। তবে আরো মানুষ আটকে আছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে‘র প্রতিবেদনে বলা হয়,  স্থানীয় সময় রাত ৮টার দিকে  প্রথম কম্পন অনুভূত হয়। এর তিন মিনিটের মধ্যে হয় দ্বিতীয় কম্পন। ভূমিকম্পের পরেই দক্ষিণ-পূর্বের একাধিক শহরে মানুষ রাস্তায় নেমে পড়েন আতঙ্কে। নতুন করে বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে। তুরস্কে আহত হয়েছে ২১৩জন। সিরিয়ায় ৪৭০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মিশর এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই ভূমিকম্পের পর তুরস্কে ৬ হাজারের বেশি পরাঘাত অনুভূত হয়েছে এএফএডি জানিয়েছে।

Link copied!