মুখ না ঢেকেই লাইভ অনুষ্ঠানে আফগান নারী উপস্থাপিকারা

আন্তর্জাতিক ডেস্ক

মে ২২, ২০২২, ০৩:৩০ পিএম

মুখ না ঢেকেই লাইভ অনুষ্ঠানে আফগান নারী উপস্থাপিকারা

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের নির্দেশ উপেক্ষা করেই মুখ না ঢেকে দেশটির শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর নারী উপস্থাপিকরা হাজির হয়েছেন টেলিভিশনের পর্দায়।

গতকাল শনিবার ফরাসি বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস’র (এএফপি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার তালেবানের পাপ-পূণ্য বিষয়ক মন্ত্রণালয় শনিবার থেকে নারীদের মুখ ঢেকে টেলিভিশনের পর্দায় আসার নির্দেশনা দিয়েছিল। তবে তালেবানের ওই নির্দেশনা উপেক্ষা করেই মুখ না ঢেকে টোলো নিউজ, শামশাদ টিভি এবং ওয়ান টিভির নারী উপস্থাপিকারা লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেন।

শামশাদ টিভির হেড অব নিউজ আবিদ এহসাস বলেন, ”আমাদের নারী সহকর্মীরা উদ্বিগ্ন যে তারা যদি তাদের মুখ ঢেকে রাখে, তাহলে এরপর কাজে আসতেই বারণ করে দেওয়া হবে। এ কারণেই তারা ওই নির্দেশনা মানেননি।” 

ক্ষমতাসীন তালেবান এর আগে জাতিসংঘের আফগানিস্তান মিশনে কাজ করা সকল নারীকে বোরখা পরার নির্দেশ দেয় । এর আগে, গত  ৭ মে ডিক্রি জারি করে বাইরে বোরখা পরার নির্দেশনা জারি করে তালেবান সরকার। 

জনসমক্ষে নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা। ওই সময় তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা ডিক্রিতে বলা হয়েছিল- নারীদের একটি চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত, কারণ এটি ঐতিহ্যবাহী এবং সম্মানজনক।

একজন মুখপাত্র কাবুলে এক সংবাদ সম্মেলনে শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ডিক্রিটি পড়ে শোনান। ওই ডিক্রিতে আরও বলা হয়, কোনো নারী বোরকা পরার নির্দেশনা না মানলে ওই নারীর বাবা-মা ও পুরুষ আত্মীয়দের গ্রেফতার ও শাস্তি দেওয়া হবে।

Link copied!