দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২১, ০৫:৫৮ এএম

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত

শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন আরো একটি ধরন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) করোনাভাইরাসের নতুন ধরন ‘বি.১.১.৫২৯’ শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের একটি দল।

সম্প্রতি দ. আফ্রিকায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পেছেনে এ ধরনটি ভূমিকা রেখেছে বলে ধারণা করছেন দেশটির বিজ্ঞানীরা।

তারা বলছেন, “ইতোমধ্যে করোনার নতুন এই ধরনটি বেশ কয়েকটি মিউটেশন ঘটিয়েছে। তবে এর প্রভাব সম্পর্কে জানতে চেষ্টা চলছে।”

গবেষক দলের সদস্য ভাইরোলজিস্ট তুলিও দে ওলিভেইরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, “দুর্ভাগ্যজনক আমরা করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত করেছি, যা দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগের কারণ।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) বিবৃতিতে জানায়, জিনোম সিকোয়েন্সিংয়ে ২২ জনের দেহে কোভিড-১৯ এর নতুন ধরন বি.১.১.৫২৯ শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা নতুন ধরন এবং এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে, তা বোঝার জন্য বিদ্যমান সব নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

গত বছর দক্ষিণ আফ্রিকায় করোনার বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ‘উদ্বেগজনক’ চারটি ভ্যারিয়েন্টের একটি হলো বেটা।

Link copied!