ঢাকার ধামরাইয়ে ৪ শত বছরের বেশি সময় ধরে মানুষের সঙ্গে লোকালয়ে বাস করে আসছে বানরের পাল। সাধারণ মানুষের দেওয়া খাবার, ফল, বিস্কুট, শুকনা খাবার ও বাজারের উচ্ছিষ্ট খেয়েই বেঁচে আছে তারা।
তবে করোনাকালে স্থানীয় অধিবাসীদের আর্থিক বিপর্যয়ের কারণে বিপাকে পড়েছে এই বানরেরাও। অধিকাংশ দিনই না খেয়ে থাকতে হচ্ছে অবলা এই প্রাণীদের। মানুষ দেখলে খাবারের আশায় ক্ষুধার্ত বানরগুলো নির্বাক চোখে শুধু তাকিয়ে থাকে।
এ অবস্থায় অসহায় বানরদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে ধামরাই উপজেলার রাজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বাংলাদেশ সচিবালয়ের সচিবদের বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।
আবেদনে বলা হয়, ধামরাই উপজেলায় কয়েক শতাব্দী ধরে মানুষ ও বানর একসাথে বসবাস করে আসছে। এক সময় ধামরাই উপজেলায় কয়েক হাজার বানরের বসবাস থাকলেও শত বছরের ঐতিহ্যবাহী বানরগুলো পরিবেশগত কারণে ও খাদ্য সংকটের ফলে এখন বিলুপ্তির পথে। বর্তমানে দুশো’র মতো বানর আছে উপজেলায় এবং নিয়মিত খাবারের অভাবে বিভিন্ন সময়ে লোকালয়েও চলে আসছে তারা।
ব্যক্তি উদ্দোগে বিভিন্ন সময়ে এসব বানরদের খাবার সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। স্থায়ী সমাধান না থাকায় বিভিন্ন সময়ে এসব বানর অনাহারে থাকে বলে দ্য রিপোর্ট ডট লাইভকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে তাই বানরদের জন্য উপজেলা রাজস্ব তহবিল থেকে মাসে ৩০ হাজার টাকা অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করেছেন ইউএনও। শীগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি।