করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২১, ০৬:১০ পিএম

করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতা

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। এদের মধ্যে ৫জন পুরুষ এবং নারী ২জন। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫১৫ জন। আগের দিনের চেয়ে মৃত্যুসংখ্যা একজন কমার পাশাপাশি নতুন আক্রান্তের সংখ্যাও জন কমেছে।

আগের দিন (সোমবার) করোনায় ৮জনের মৃত্যু এবং ৫৮৫ জন আকান্ত শনাক্ত হয়েছিলো। আগের দিনের চেয়ে সুস্থতাও দশমিক শূন্য আট শতাংশ বেড়েছে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে করোনা পরিস্থিতির সবশেষ এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত এক দিনে নতুন করে ৭ জনের মৃত্যুতে এপর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা মোট ৮ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৫১৫ আক্রান্ত শনাক্ত হওয়ায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৯৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। আর গত কয়েক দিন ধরেই মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২১৬টি ল্যাবে ১৫ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫২৩টি। এ পর্যন্ত মোট ৪০ লাখ ৭২ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা হয়েছে।,

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ লাখ ৩৬ হাজার ৬৪৫টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৭৭টি।

Link copied!