দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫২ জন মারা গেছেন। এদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং নারী ১৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৩১৮ জনে দাঁড়ালো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৫ জন। আর এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন হয়েছে।
আগের দিন রবিবার (৪ এপ্রিল) দেশে আরও ৭ হাজার ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫৩ জন।
সোমবার ( ৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ২৩৯টি। আর এপর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।
২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৩২ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্ হয়েছেন ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।