করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যু কমছে: ডব্লিওএইচও

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১১:৪৬ এএম

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যু কমছে: ডব্লিওএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত দেড় মাস ধরে (ছয় সপ্তাহ) বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত কমছে। এরমধ্যে শুধু গত সপ্তাহেই (১৫ থেকে ২১ ফেব্রুয়ারি) করোনার সংক্রমণ ১১ শতাংশ কমেছে। এসময়ে মৃত্যুর হারও কমেছে ২০ শতাংশ।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) আয়োজিত করোনা পরিস্থতির সাপ্তাহিক অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়।

সংস্থাটি জানিয়েছে, এর আগের সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ২৪ লাখ ৫৭ হাজার ২৬ জন। আর মৃতের সংখ্যা ছিলো ৬৬ হাজার ৩৫৯ জন। তবে চলতি সপ্তাহে এ সংখ্যা উত্তর ও দক্ষিণ আমেরিকায় ১৯ শতাংশ কমেছে। আর ইউরোপে কমেছে ৭ শতাংশ।

তবে যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে সংক্রমণ বেড়ে ৪ লাখ ৮০ হাজারেরও বেশি হয়েছে। ব্রাজিলে বেড়েছে ৩ লাখ ১৬ হাজারেরও বেশি।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় ২৫ লাখ ৮ হাজার ৯২২ জন মারা গেছেন। আর এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩১ লাখেরও বেশি। বিপরীতে এখন পর্যন্ত করোনাভাইরাস থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৮ কোটি ৮৭ লাখ ২২ হাজার ৪৬৯ জন।

Link copied!