খালেদা জিয়া বাসায় আইসোলেশনে আছেন: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৬:২৫ পিএম

খালেদা জিয়া বাসায় আইসোলেশনে আছেন: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে তার চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে বাসায় আইসোলেশনে আছেন।

রবিবার (১১ এপ্রিল) বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া করোনা পজিটিভ হলেও তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির এ মহাসচিব বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবার আইসিডিডিআরবিতে পরীক্ষায় দেশনেত্রীর করোনা পজিটিভ আসে। এই ব্যাধি এখন সারাদেশে যেভাবে ভয়াবহ রূপ ধারণ করেছে, সেই পরিপ্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার কাছে তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। বিশেষ করে আমাদের দলের সকল নেতাকর্মীর কাছে আহ্বান থাকবে যে, তারা যেন দেশনেত্রী রোগমুক্তির জন্য দোয়া করেন।

এর আগে রবিবার(১১ এপ্রিল) সকালে খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে তাদের কাছে রিপোর্টের কাগজপত্র আছে বলে জানানো হয়।

তবে খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকে করোনা আক্রান্তের বিষয়ে কিছু বলছিল না। এমনকি শনিবার (১০ এপ্রিল) খালেদার করোনার নমুনা নেয়ার খবর ছড়িয়ে পড়লে তা নাকচ করে দেয় তার প্রেস উইং।

ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুনের বরাত দিয়ে প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, করোনা পরীক্ষার জন্য খালেদা জিয়ার নমুনা নেননি।

Link copied!