পাঁচ দিনে টিকা নিলেন প্রায় সাড়ে ৫ লাখ মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৮:৪২ পিএম

পাঁচ দিনে টিকা নিলেন প্রায় সাড়ে ৫ লাখ মানুষ

দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর পঞ্চম দিন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। এর মধ্যে ৩ লাখ ৮৬ হাজার ৫৭৮ জন পুরুষ এবং ১ লাখ ৫৫ হাজার ৭৩১ জন নারী টিকা নিয়েছেন।

এছাড়া টিকাগ্রহণের পর এ পর্যন্ত মোট ৩৬৩ জনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে তা জটিল নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪০ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২ জন, আর নারী ৬৪ হাজার ৩৮৮ জন।

গত এক দিনে ঢাকা মহানগরীরর ৪৬টি হাসপাতালে টিকা নিয়েছেন ২৪ হাজার ৪৫৩ জন। তাদের মধ্যে ৮৬ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, এ পর্যন্ত টিকা যারা টিকাগ্রহণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ১ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন, ময়মনসিংহ বিভাগের ২৫ হাজার ৮২৮ জন, চট্টগ্রাম বিভাগের ১ লাখ ৩০ হাজার ৭৯৪ জন, রাজশাহী বিভাগের ৬৩ হাজার ৬৬৪ জন, রংপুর বিভাগের ৫২ হাজার ২৫৬ জন, খুলনা বিভাগের ৫৯ হাজার ৩৬৯ জন, বরিশাল বিভাগের ২২ হাজার ৬৮১ জন। এবং সিলেট বিভাগে ৪৭ হাজার ৭২৮ জন টিকা নিয়েছেন।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

Link copied!