প্রণোদনার অর্থ পাচ্ছেন যেসব হাসপাতালের নার্সরা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২১, ১১:৪৬ পিএম

প্রণোদনার অর্থ পাচ্ছেন যেসব হাসপাতালের নার্সরা

দেশে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ২ হাজার ৬৭৯ জন নার্সকে দুই মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দিচ্ছে সরকার। এ জন্য ১১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকার মঞ্জুরি দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার মোট ২২টি হাসপাতালে নার্সরা সরকারের দেয়া এ প্রণোদনার অর্থ পাবেন। বুধবার (২১ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের বাজেট-১ শাখার যুগ্মসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে জানানো হয়, করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত নার্সরা এককালীন বিশেষ সম্মানী হিসেবে এ টাকা পাবেন। তবে যারা আউটসোর্সিং হিসেবে কর্মরত তাদেরকে কোনোভাবেই এ টাকা দেওয়া যাবে না। এ অর্থ বিতরণ করে আগামী ৩০ জুনের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে।

যে ২২টি হাসপাতালের নার্সরা এই সম্মানী পাবেন তার মধ্যে সবচেয়ে বেশি প্রণোদনা পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ৪৮৪ জন নার্স।

এছাড়া মুগদা জেনারেল হাসপাতালের ৪৫৭ জন, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ২৪৮ জন, কুয়েত মৈত্রী হাসপাতালের ২৬৫ জন এ প্রণোদনা অর্থের তালিকায় রয়েছেন।

রাজধানীর বাইরে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৪৮ জন, নারায়ণগঞ্জ ৫০০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের ১৮৫ জন, সিলেটের শহীদ শামদুদ্দীন হাসপাতালের ১৫১ জন নার্স এ প্রণোদনার অর্থ পাচ্ছেন।

Link copied!