জানুয়ারি ২৬, ২০২৩, ০২:০৫ এএম
 
						
                            
                                                        বক্সিং জগতের কিংবদন্তি মাইক টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় আগে একটি নাইটক্লাবে মাইক টাইসন তাকে ধর্ষণ করেছিলেন বলে ওই নারী অভিযোগ করেন। পাঁচ মিলিয়ন ডলার সমপরিমান ৪১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা মামলার অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার পর শারীরিক এবং মনসিক ভাবে ক্ষতি হয়েছেন তিনি। দীর্ঘ দিন ধরে এই কষ্ট সহ্য করতে হয়েছে তাকে।
নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদেনে বলা হয়, অভিযোগকারী নারী জানিয়েছেন, টাইসনের গাড়িতে উঠেছিলেন তিনি। তারপরেই টাইসন জোর করে তার শরীরে আপত্তিকর ভাবে হাত দেন এবং তাকে চুম্বন করার চেষ্টা করেন।
তিনি বলেন, আমি বার বার তাকে নিষেধ করি। কিন্তু ও আমাকে আক্রমণ করেই যাচ্ছিল।তার পর আমার প্যান্ট খুলে ধর্ষণ করে।
ভুক্তভোগী ওই নারী যে অভিযোগটি করেছেন, তাতে ঘটনার কোনও তারিখ উল্লেখ করা নেই। তিনি শুধু জানিয়েছেন নব্বইয়ের দশকের শুরুর দিকে ওই ঘটনা ঘটে।
প্রসঙ্গত, ওই সময়ই ডিজাইরি ওয়াশিংটন নামে এক মডেল অভিযোগ করেছিলেন যে, টাইসন তাকে ধর্ষণ করেছিলেন।১৯৯২ সালের ১০ ফেব্রুয়ারি সেই ঘটনা ঘটে। ইন্ডিয়ানাপোলিসের সেই ঘটনায় অভিযুক্ত হয়ে টাইসনকে ৩ বছর জেলে যেতে হয়।
ওই নারীর আইনজীবী ড্যারেন সিলবার্গ বলেন, আমি শুধু নারীর কথায় বিশ্বাস করিনি। অনুসন্ধান করে দেখেছি যে, তার অভিযোগের সত্যতা রয়েছে।অভিযোগকারীকে আবার মানসিক ভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে মনে করায় তিনি
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    