স্বপ্ন বাস্তব করতে আসছে এয়ার ট্যাক্সি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ১০:১১ পিএম

স্বপ্ন বাস্তব করতে আসছে এয়ার ট্যাক্সি

আমাদের যানজটের শহর ঢাকায় একদিন ঘুম থেকে উঠে হঠাৎ দেখা গেলো মানুষ এয়ার ট্যাক্সি করে আকাশে ওড়ে ওড়ে মানুষ যার যার গন্তব্যে যাচ্ছে। ফলে রাস্তার যানজট উধাও। কেউ আর দেরি করে অফিস, ক্লাস কিংবা কাজে যাচ্ছে না। সবাই সঠিক সময়ে সঠিক গন্তব্যে চলে যাচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের ভাড়ায়। এমন চিত্র আগে কাল্পনিক হলেও সেটাই বোধহয় এবার সত্যি হতে যাচ্ছে।

আমরা সবাই নাসাকে চিনি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হিসেবে। কিন্তু এর বাইরেও এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গবেষণা সংস্থাও। জোবি এভিয়েশন নামে একটি মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান নাসার সঙ্গে গত ১০ বছর ধরে এই হোভারক্রাফট নিয়ে গবেষণা চালিয়েছে। ১০ বছরের দীর্ঘ গবেষণার পর তারা তৈরী করেছে ৬ পাখা বিশিষ্ট একটি ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) হেলিকপ্টার। এটি খুব অল্প জায়গা পেলেই উড়তে এবং নামতে পারে। তারা কেবল ডিজাইন করেই ক্ষান্ত থাকেনি। সেটাকে বাস্তবে রূপ দিয়ে সেটার প্রথম ধাপের পরীক্ষাও চালিয়েছে। প্রথম উড্ডয়নে এই এয়ার ট্যাক্সিটি উড়েছে প্রায় ১৫০ কিলোমিটার। ক্যালিফোর্নিয়ার বিগ সারের কাছে জোবির নিজস্ব টেস্টিং গ্রাউন্ডে এই পরীক্ষা চালানো হয়।

২০২২ সালের মধ্যে এই এয়ার ট্যাক্সিটির দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত পরীক্ষা চালানো হবে। আশা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই এই এয়ার ট্যাক্সির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। তবে কবে নাগাদ এবং এর দাম কেমন হতে পারে সে ব্যাপারে এখনো কোন তথ্য প্রকাশ করেনি জোবি।

আমাদের ভবিষ্যতের স্বপ্ন যাত্রায় এই এয়ার ট্যাক্সি আনন্দের পালে হাওয়া যোগালেও এর একটি বাজে দিক আছে। তা হলো এর ইঞ্জিনের ভয়াবহ শব্দ। এখন পর্যন্ত জোবি বা নাসা এই সমস্যার কোন সমাধানে বের করতে পারেনি।

সায়েন্স এলার্ট অবলম্বনে।

Link copied!