সেপ্টেম্বর ৬, ২০২১, ০৪:০৫ পিএম
বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি দায়ের করা হয়েছে আদালতে। মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে মামলা দুটি দায়ের করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন, আনভীরের বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, আনভীরের মা আফরোজা বেগম, আনভীরের স্ত্রী সাবরিনা; শারমীন, সাইফা রহমান মীম, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং ইব্রাহীম আহমেদ রিপন। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মামলা দু’টি আদালতে দায়ের করা হয় বলে জানা গেছে।
মামলার বাদী নুসরাত জাহান তানিয়া বলেছেন, আনভীরসহ মোট আটজনের বিরুদ্ধে হত্যা এবং ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে হত্যা মামলা ৩০২/৩৪ এবং ধর্ষণের মামলা সেকশন ৯/১ এবং ৯/২ এ।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার তৃতীয় তলার একটি অভিজাত ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। প্রতিমাসে এক লাখ ১০ হাজার টাকা ভাড়ার বিনিময়ে মুনিয়া ওই বাসায় থাকতেন। এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ পাওয়ার পর সারাদেশে তোলপাড় শুরু হয়।
এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। গত ১৮ আগস্ট মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনা মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।