কবি ও শিল্পী খালিদ আহসান আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২১, ০৭:৫৯ পিএম

কবি ও শিল্পী খালিদ আহসান আর নেই

সত্তর দশকের তুখোড় কবি ও প্রচ্ছদশিল্পী খালিদ আহসান আর নেই। সোমবার (২২ মার্চ) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী শিল্পী আইভি হাসান, এক মেয়ে ও অসংখ্য ভক্ত–গুণগ্রাহী রেখে গেছেন। খালিদ আহসান গত কয়েকদিন করোনায় আক্রান্ত হয়ে নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবি ও শিল্পী খালিদ আহসানের মৃত্যুর কারণ জানিয়ে লেখেন, মাসখানেক ধরে করোনায় আক্রান্ত হয়ে নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন খালিদ আহসান।

প্রথমে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল আইসিইউতে ভর্তি করা হলেও পরে তার অবস্থা আরও সংকটাপন্ন হলে ঢাকায় বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি হাসপাতালে এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন।

তিনি জানান, কবি ও শিল্পী খালিদ আহসানের মরদেহ সোমবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০টায় চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পরে দুপুর ১২টায় শ্রদ্ধা জানানোর জন্য খালিদ আহসানের মরদেহ চেরাগী পাহাড় মোড়ে রাখা হবে। এরপর বাদ যোহর কদম মোবারক শাহী জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে কদম মোবারক কবরস্থানে দাফন করা হবে।

বহুমুখী প্রতিভার অধিকারী খালিদ আহসানের মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারা দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, খালিদ আহসান রামু নিবাসী বিশিষ্ট চিকিৎসক ডা. মোমিনুর রহমানের পুত্র। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজস্ব ভবনে দীর্ঘদিন ধরে সপরিবারে বসবাস করতেন।

খালিদ আহসানের জন্ম ১৯৫৭ সালের ৬ নভেম্বর। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। স্কুলজীবনেই তিনি লেখালেখি শুরু করেন। তিনি বাংলাদেশের সত্তর দশকের অন্যতম কবি।

তার উল্লেখযোগ্য ৮টি কাব্যগ্রন্থ হলো- ‘শীতের কফিন থেকে উত্সারিত মানিপ্ল্যান্ট’ (২০০১), ‘মন্দলোক ও কাঠের ঘোড়া’ (২০০৪), ‘তোমাকে পানকৌড়িকে’ (২০০৮), ‘এনেসথেসিয়া’ (২০১০), ‘পৃথিবীর শিরা-উপশিরা’ (২০১২), ‘কলম লিখেছে কবিতা আমি তার প্রথম শ্রোতা’ (২০১৪), ‘বর্ণ, চক্ষু, অন্তঃকরণ’ (২০১৪), ‘ঝিঁঝিঁর কনসার্ট’ (২০১৯)।

Link copied!