সহজিয়ার সহজ সুরের ‘শয়তানি’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৯:১১ পিএম

সহজিয়ার সহজ সুরের ‘শয়তানি’

গানপগল তরুণদের মুখে মুখে শোনা যায় সহজিয়ার ‘ছোট পাখি,’ ‘বোকাপাখি,’ ‘শবনম,’ ‘ব্যথা দিও না,’ ‘অপেক্ষা’র মতো গান । সময়ের সুরে রক, মেলোডি আর সাইকাডেলিক ফর্মে সহজ সুন্দর গান করে সহজিয়া। ড্রামস-মেহেদি, বেইজ-রাতুল, গীটার-সজীব ও শিমুল এবং লিরিক আর ভোকালে রাজু।

ব্যান্ড সহজিয়ার পথচলা শুরু ২০০৯ সালে। ২০১৩ সালে বের হয়েছে প্রথম এলবাম রংমিস্ত্রী আর ২০১৮ সালে দ্বিতীয় এলবাম ঘোড়া। ১০ ফেব্রুয়ারি রিলিজ হয়েছে "চলে যাও" নামের একটি নতুন গান।

দ্য রিপোর্ট-এর সাথে সহজিয়ার প্রাক্টিস প্যাডে তাদের গান, বর্তমান ব্যান্ড মিউজিক এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলছে তুহিন কান্তি দাস।

ব্যান্ডের নাম সহজিয়া রাখার পেছনের কথা জানতে চাই।

বাংলা সাহিত্যের প্রাচীন গীতিপদাবলি রচয়িতাদের থেকে আমরা শব্দটা পাই। শব্দটি গড়িয়ে গড়িয়ে আমাদের কাছে চলে আসে। নামটি সেখান থেকেই নেওয়া।

ব্যান্ড হিসাবে নতুন সাউন্ড কিংবা ভাষা তৈরি হয়েছে কি?

বলবো না একটা জায়গায় পৌঁছাইয়া গেছে। এইটা একটা অনগোয়িং প্রসেস। এখনো চেষ্টায় আছি, বাকিটা সময় বলে দেবে।

বর্তমান বাস্তবতায় নতুন ভাষা কিংবা সাউন্ড তৈরির চ্যালেঞ্জ বা আনন্দটা কেমন?

সহজিয়ার চিন্তা ভাবনায়, জীবন পথের যে ছবিগুলা আসছে সেগুলা কনসেপ্টগতভাবে মিউজিক এরেঞ্জমেন্ট করার চেষ্টা করছি। আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। আসলে যার যেটার ক্ষুধা আছে সে সেটা শুনবেই। সব গান সবাই গায় না, সব খাবার সবাই খায় না। এই চ্যালেঞ্জ নিয়েই কাজ করছে সহজিয়া।

মৌলিক গান তৈরির ক্ষেত্রে আপনাদের কোন বার্তা?

বার্তা একটাই সহজিয়ার মতো গান করার দরকার নাই। ডো-নট ফলো সহজিয়া। সহজাত অনুভূতির ভাষা ধরার চেষ্টা করলে মৌলিকতা আসতে পারে।

শিল্পী মৌসুমি ভৌমিক সহজিয়ার ছোট পাখি গানটি গেয়েছেন, এই বিষয়টা কীভাবে দেখছেন?

আমরা কাজ লুকাইয়া রাখার জন্যে গান করি না। আমরা চাই মানুষ আমাদের গান শুনুক। প্রথমত: আমরা খুবই গ্রেটফুল। আমরা গানের মালিকানায় বিশ্বাস করি না। এই উপমহাদেশে গত বিশ বছরে যত গান হয়েছে,  তার মাঝে বেশ কয়েকটি মৌসুমি ভৌমিকের। উনার গান শুনে শুনেই আমরা বড় হয়েছি, গান গাইতে শিখেছি। উনার মতো একজন শিল্পী যে আমাদের গানটি ভালবেসে গ্রহন করেছেন, এর চাইতে বড় কোন পুরষ্কার বা উপহার আমারদের জানা নাই। আমরা মনে করি,আমরা আমাদের মিউজিক লাইফের শ্রেষ্ঠ স্বীকৃতি পেয়েছি।

Sohojia-thereport

সম্প্রতি ব্যান্ডের গান কভারের ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা আসছে। এই নিষেধাজ্ঞাকে কীভাবে দেখছে সহজিয়া?

এই বিষয়ে মাইলসের হামিন আহম্মেদ বলেছিলেন কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্যে এই কাজটা করছে। এইটা সময়ের বিষয়, এইখানে আমাদের কিছু করার নাই। প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা একটা জায়গায় আটকায়ে গেসি। আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে ব্যান্ডগুলোকে তাদের প্রাপ্ত সম্মানটুকু দিচ্ছি না। ষাট-সত্তরের দশকে আমেরিকা, ইউরোপে বিভিন্ন রেডিওতে যে সব গান বাজানো হতো কিংবা বিজ্ঞাপনে ব্যবহারের আগেই সেই মিউজিশিয়ান কিংবা প্রতিষ্ঠানকে রয়ালিটিটা দেওয়া থাকতো। কিংবা দেখা গেছে সেখানে তাদের এজেন্ট থাকতো। গান কাভার করা যাবে কি যাবে না তা নির্ভর করে সে উদ্দেশ্য  বাণিজ্যিক না শুধুই ট্রিবিউট তার উপর। কভার করার উদ্দেশ্য যদি ট্রিবিউট করা হয় তবে সমস্যা হওয়ার কথা না। আমরাও পিংক ফ্লয়েড, ল্যাম্ব অফ গড, ড্রীম থিয়েটার, বিটলসের গান কভার করেছি শেখার জায়গা থেকে। শিল্পীদের থেকেই মানুষ শেখে। ব্যান্ড কিংবা মিউজিশিয়ান হিসাবে আমি যদি নিজের জায়গা তৈরি করতে চাই তবে সেটা শুধু কভার দিয়ে অসম্ভব। এক্ষেত্রে নিজের মৌলিক কাজের বিকল্প নাই। তবে এই নিষেধাজ্ঞার ফলে নতুন গান তৈরি হওয়ার ইতিবাচক প্রভাব পড়তে পারে। অবশ্য  সত্যিকারে ব্যান্ড মিউজিক যারা করতে চায়, তারা নিজস্বতা নিয়েই দাঁড়াবে।

প্রযুক্তির সহযোগিতা নিয়ে হোম স্টোডিওতে গান কম্পোজ করার উদ্যোগকে কীভাবে দেখছেন?

সময়ের চাহিদা, আমরা ইতিবাচকভাবেই দেখছি।

সম্প্রতি ব্যান্ডগুলো ভেংগে যাচ্ছে ক্রমাগত। আপনাদের কি মনে হয়, এর কারণ কি?

ব্যান্ড তো ভাংগে না। ব্যান্ড থেকে যায়, কোন জায়গায়ই ব্যান্ড ভাংগে না। কোন কোন সদস্য হয়তো ব্যান্ড ছেড়ে যায়। দেখবেন লেড জেপলিন এখনো মানুষ শোনে, মহিনের ঘোড়াগুলি টিকে গেছে। ব্যান্ড আসলে থেকে যায় তার কাজে, তার গানে। যেমন আমরা হয়তো নাও থাকতে পারি, কিন্তু সহজিয়া বেঁচে থাকবে তার গানে।

সনামধন্য নির্মাতা কামার আহম্মেদ সাইমনের সিনেমাতে আপনাদের একটি গান থাকছে। সে সম্পর্কে কিছু বলুন।

আমরা সৌভাগ্যবান, এইটাও আমাদের আরেকটা বড় পাওয়া। আমরা সহজিয়া নতুন ব্যান্ড, চেষ্টা করছি কিছু গান করার। এর মাঝেই বাংলাদেশের আন্তর্জাতিক মানসম্পন্ন পরিচালক কামার আহম্মেদ সাইমন তার সিনেমাতে আমাদের একটি গান রাখার সিধান্ত নিয়েছেন। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে! আমরা খুব খুশি। এইভাবেই হয়তো খুব শীগ্রই সিনেমাতেও সহজিয়ার গান শুনতে পাবে দর্শক। সিনেমাতে আমরা গানটি লাইভ এপিয়ারেন্সে বাজিয়েছি।

অপেক্ষা গানটির মিউজিক ভিডিওর কাজ চলছিল,কবে মিউজিক ভিডিওসহ দর্শক গানটি দেখতে পাবে?

গানটির শুটিং শেষ হয়েছে অনেক আগে, মোটামুটি রেডি অবস্থায় টেবিলে আছে। করোনার কারণে আটকে গেছে। আশা রাখি খুব শীঘ্রই গানটি মিউজিক ভিডিওসহ দেখতে পাবে দর্শক। দর্শকদের জন্যে সহজিয়ার চমক হিসেবে থাকছে এই গানটি।

পরবর্তী এলবাম আসছে কবে?

চিঠি নামের একটা এলবাম ভাবনায় ছিল। ১২টি গানের একটা প্রজেক্ট নিয়া আগাচ্ছি। যেখান থেকে একটা দুটো করে গান রিলিজের পরিকল্পনা করছি। তবে এলবাম হিসেবে একসাথে করতে পারলে ভাল লাগতো।

Link copied!