‘চরিত্রের প্রয়োজনে সারারাত বাক্সবন্দি ছিলাম’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২২, ১১:৫৬ পিএম

‘চরিত্রের প্রয়োজনে সারারাত বাক্সবন্দি ছিলাম’

হাইনার ম্যুলারের 'হেমলেট মেশিন' নাটকের প্রধান চরিত্রে (একক) অভিনয় করতে প্রস্তুত হচ্ছেন এস এম লাতিফুল খাবীর (বাপ্পী)। চরিত্রের প্রয়োজনে কিছু বাক্স নিয়ে কাজ করতে গিয়ে একদিন রাতেই বাক্সের ভেতর ঘুমিয়ে পড়ে ৷ সকালে টিভি রুমের ক্যান্টিনের ক্লিনার এসে রুম পরিস্কার করতে গিয়ে একটা বাক্সের ওজন বেশি দেখে কৌতুহলে বাক্সটি খুলে চমকে ওঠে। আতংকে হৈ-হুল্লোড় শুরু করলে ছুটে আসে আশেপাশের অনেক শিক্ষার্থী। পরে দূর্ঘটনা নয় বরং চরিত্রের প্রয়োজনে এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল সেটা বুঝিয়ে বলেন বাপ্পী। ভারতে পড়াশোনার জন্য দুই বছরের একাডেমিক সময়কালে আর্থার মিলারের ডেথ অব এ সেলসম্যান (হিন্দি) ও শেক্সপিয়ার এর ম্যাকবেথ (ইংলিশ) দুইটি নাটক নির্দেশনা দিয়েছেন তিনি।

হ্যামলেট মেশিন নাটকের প্রধান চরিত্রে বাপ্পী।
হ্যামলেট মেশিন নাটকের প্রধান চরিত্রে বাপ্পী।

ভারতের বারদা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত ছয়টি নাটকে অভিনয় করেছেন । এতে দর্শকমহলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এরই মধ্যে পদকের ঝুলিতে পুরেছেন ভারতের ‘শ্রী বিবেক সিন্ধে মেমোরিয়াল গোল্ড মেডেল’ এবং ‘থিয়েটার কন্সুল্যান্ট (স্টেইজ) হারিভাদান পারিখ গোল্ড মেডেল’।

গোল্ড মেডেল পুরস্কারের কথা জানেন অনলাইনে।
গোল্ড মেডেল পুরস্কারের কথা জানেন অনলাইনে।

নাট্য নির্দেশনার পাশাপাশি অভিনয় করতে ভালবাসে বাপ্পী। ২০১৯ সালের অক্টোবর মাসে ডেথ অফ এ সেলসম্যান হিন্দিতে 'এক সাপনে কি মওত' নির্দেশনার স্মৃতিচারণ করতে গিয়ে দ্য রিপোর্ট ডট লাইভকে লাতিফুল খাবীর জানান, “আগের রাতে নাটকের প্রধান চরিত্র এক মারাত্মক স্কুটি দূর্ঘটনা স্বীকার হয়। দূর্ঘটনার তার পায়ে লোহার রোড ঢুকে যায় তিন ইঞ্চি। ওই অবস্থাতেই নাটকে অভিনয় করতে হয়। নাটকটি দেখতে ন্যাশনাল স্কুল অব ড্রামা-এনসডির শিক্ষক হাফিজ খান হসপিটালাইজড অবস্থায় বিশেষ আমন্ত্রণে সেখানে উপস্থিত হয়েছিলেন।” নাটকটি দেখার পর তিনি কেঁদে ফেলছিলেন। এই আনন্দের স্মৃতি এখনো চোখের সামনে ঝলঝল করে বলে জানালেন লাতিফুল খাবীর।

লাতিফুল খাবীবের স্বপ্ন নাট্যতাত্ত্বিক হওয়ার। কুড়িগ্রামের উলিপুর উপজেলার হায়াৎ খা গ্রামের সন্তান বাপ্পী। মা লুৎফুন্নাহার বেগম এবং বাবা আজাহার আলী সরকার দম্পতির চার সন্তানের সবার বড় লাতিফুল খাবীর৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক এবং স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ভারতের বারদা বিশ্ববিদ্যালয়ের পড়তে যায়। ২০১৯ সালের জুনে আইসিসিআর স্কলারশিপ নিয়ে বারদা বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্ট ফেকাল্টির নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হন।

ভারতের বারদা বিশ্ববিদ্যালয়ে নাট্যমঞ্চ প্লেবক্সে বাপ্পী ও তার দল।
ভারতের বারদা বিশ্ববিদ্যালয়ে নাট্যমঞ্চ প্লেবক্সে বাপ্পী ও তার দল।

গত ৫ ফেব্রুয়ারি ২০২২ ইন্ডিয়ার গুজরাটের মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অব বারদায় ৭০ তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এই সমাবর্তনে অত্যন্ত কৃতিত্বের সাথে ভালো ফলাফল অর্জনের জন্য বাংলাদেশ থেকে এস. এম. লাতিফুল খাবীরকে (বাপ্পী) দুটি গোল্ড মেডেল অর্জনের সংবাদ অনলাইনে ঘোষণা দেয়া হয়। ভারতের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় "দ্যা মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অব বারদা" যা বারদা নামে পরিচিত সেখানে এক বছর অভিনয় ও অভিনয় থিওরী এবং পরবর্তী এক বছর নির্দেশনা ও নির্দেশনা থিওরীর উপর পড়াশোনা করতে হয়।

ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফোক থিয়েটার অ্যান্ড কালচার বিষয়ে পড়াশোনার পাশাপাশি নাট্যকার মোহন রাকেস এর 'আষাঢ় কা এক দিন' (হিন্দি), নির্মল ভার্মার 'তিন একান্ত' (হিন্দি), ধর্মভীর ভারতির 'অন্ধ্যায়ুগ'(গুজরাতি), ব্রেখট এর 'মাদার করেজ' (হিন্দি), হাইনার মুলারের 'হ্যামলেট মেশিন' (ইংলিশ) ও দ্যারিও ফো-এর 'অ্যাকসিডেন্টাল ডেথ অব এ্যান অনার্কিস্ট' (হিন্দি) এ অভিনয় করেন। ২০২২ সালের জুলাই মাসে তিনি সেখান থেকে মাস্টার্স অব পারফর্মিং আর্টস শেষ করেন এবং ড্রামাটিকস ডিপার্টমেন্ট সেরা হিসেবে ফলাফল অর্জন করেন।

Link copied!