অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার: রাজধানীর ৬টি দোকানে জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২২, ০২:৫৪ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার: রাজধানীর ৬টি দোকানে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করায় রাজধানীর ৬টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেসময় হাজী বাংলা খাবার হোটেলকে ৫ হাজার টাকা, আশা বেকারীকে ৫ হাজার টাকা এবং গাজীপুর জেলার টঙ্গী বাজার এলাকার জান্নাত এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, মেসার্স পাটোয়ারী ইন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স তানিশা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ইফতারির দোকানের বাইরে ঢাকা মহানগরীর উত্তরায় বিভিন্ন কাপড়ের দোকান, জুতার দোকান, কসমেটিকস এর দোকানের অধিদপ্তর অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলার অফিস প্রধান মোঃ আবদুল জব্বার মন্ডল এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাগফুর রহমান।

Link copied!