আওয়ামী লীগের সভায় এমপির হামলা-ভাঙচুরের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৭, ২০২১, ১২:০৩ পিএম

আওয়ামী লীগের সভায় এমপির হামলা-ভাঙচুরের অভিযোগ

নড়াইল জেলার কালিয়া উপজেলা শাখা আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নেতৃত্বে ওই সমাবেশে হামলা চালায় বলে জেলা শাখা আওয়ামী লীগ অভিযোগ করেছে।

শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।  

নিজাম উদ্দিন খান নীলু গণমাধ্যমে বলেন,  নড়াইলের কালিয়া উপজেলার ১২ ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচকে কেন্দ্র করে শনিবার বিকেলে কালিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে ওই এলাকায় তারা যায়।বর্ধিত সভাস্থল কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে পৌঁছানোর আগেই সমাবেশস্থলে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নেতৃত্বে ওই সমাবেশে হামলা চালানো হয়।এসময় হামলাকারীরা বর্ধিত সভাস্থলের চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

তবে অভিযোগ অস্বীকার করে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক দ্য রিপোর্ট ডটলাইভকে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ বিভিন্ন ইউনিয়নের দলীয় প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন বাণিজ্যের কারণে দলীয় নেতা-কর্মীরা বিশৃঙ্খলা করেছে। এই ঘটনার সাথে আমার কোনো প্রকার সম্পৃক্ততা নেই।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া দ্য রিপোর্ট লাইভকে বলেন, শাখা আওয়ামী লীগের ওই বর্ধিত সভায় নেতাকর্মীরা ইউপি নির্বাচনে  চেয়ারম্যান পদে মনোনয়নকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু করেন। এসময় নড়াইল-১ আসনের এমপি কবিরুল হকের উপস্থিতিতে তার সমর্থকেরা উত্তেজিত হয়ে চেয়ার ভাঙচুর করেন। পরে অবশ্য পরিস্থিতি নিজেরাই নিয়ন্ত্রণে আনেন।

Link copied!